স্পেশাল অলিম্পিকে ব্রাহ্মণবাড়িয়ার ২ প্রতিবন্ধীর স্বর্ণপদক লাভ
সম্প্রতি অষ্ট্রলিয়াতে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার দুই প্রতিযোগী তিনটি স্বর্ণপদক লাভ করেছেন।
তারা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিজেশ্বর সনি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এবং আছমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
সোসাইটি ওয়েলফেয়ার ফর ইন্টেলেকচুয়্যালি ডিজঅ্যাবল (সুইড) ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি আল মামুন সরকার জানান, বিজেশ্বর সনি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্রী রাবেয়া আক্তার একক ও দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দুইটি স্বর্ণপদক এবং আছমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র মনির হোসেন বৌচি প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেছে।
উল্লেখ্য, স্পেশাল অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় দল মোট ৪৩টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও সাতটি ব্রোঞ্জ পদক লাভ করে।