রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আখাউড়ায় অবরোধকারীদের তান্ডব লীলা। রেল স্টেশনে দোকানপাট এবং যানবাহন ভাংচুর

akura-5ব্রাহ্মণবাড়িয়ার আখউড়া রেল জংশনের টিকেট কাউন্টার ও পাওয়ার স্টেশন ভাঙচুর করেছে অবরোধকারীরা। এসময় তারা ৬টি মাইক্রোবাস ও ৬টি সিএনজি চালিত আটোরিকশা ভাঙচুর করে। বিএনপিসহ ১৮ দলের ডাকা সপ্তাহব্যাপী অবরোধের শেষদিন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আখাউড়া রেল জংশনের স্টেশন মাস্টার মোতালেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসাং থোয়াই জানান, ১৮ দলের নেতাকমীরা দুপুরে পৌরশহরের সড়ক বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রেল স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ তারা স্টেশন এলাকায় পার্কিং করা ৬টি মাইক্রোবাস ভাঙচুর করে। পরে নেতাকর্মীরা পৌর শহরের রাধানগর মোড়, লাল বাজার ও মোটর স্ট্যান্ডে প্রায় ২০টি দোকান এবং ৬টি অটোরিকশা ভাঙচুর করে। পরে তারা রেল স্টেশনের মূল ভবনের জানালার বেশ কয়েকটি কাঁচ ভাঙচুর করে। এরপর স্টেশনে ঢুকে টিকেক কাউন্টার ও পাওয়ার স্টেশন ভাঙচুর করে তারা। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যায়। এ ঘটনার পর স্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর