আশুগন্জ বেড়তলায় হরতাল সমর্থকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ॥
১৮ দলীয় ঐক্যজোটের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের গণ দাবীতে ৮৪ ঘন্টার দেশব্যাপী হরতাল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বি.এন.পির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন ও বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবীতে,শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কার্য নিবার্হী কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক ও আশুগঞ্জ উপজেলা যুব দলের ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ জসিম উদ্দিন আহমেদের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বেড়তলা এশিয়ান হাইওয়ে রোডে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের ১৮ দলীয় ঐক্যজোটের মনোনয়ন প্রত্যাশী জননেতা আবু আসিফ আহমেদ এর সমর্থকবৃন্দ পিকেটিং করে রাস্তা অবরোধ করার পর সব ধরণের যানবাহন বন্ধ হয়ে যায়। উক্ত পথ সভায় মোবারক হোসেন মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা মোঃ জসিম উদ্দিন আহমেদ,ইসলামী ঐক্যজোট নেতা হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, দূর্গাপুর ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের সংগ্রামী সফল সভাপতি মোঃ স্বপন মাহমুদ, মোঃ তৌহিদ মেম্বার,কৃষক দল নেতা মোঃ বাহার উদ্দিন মুন্সী,ছাত্রদল নেতা মোঃ বাক্কী প্রমুখ।