সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল বিরোধী রিকশা র‌্যালি

11-11-13-brahmanbaria_rickshaw rallyবিএনপির নেতৃত্বাধীন ১৮দলের ডাকা টানা ৮৪ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল বিরোধী রিকশা র‌্যালি করা হয়েছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে শহরের লোকনাথ দিঘীর পাড় থেকে জেলা শ্রমিকলীগের উদ্যোগে এ র‌্যালির বের করা হয়।

জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মালেক চৌধুরীর নেতৃত্বে শতাধিক রিকশা এ র‌্যালিতে অংশ নেয়। লোকনাথ দিঘীর পাড় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে এসে পথসভা করে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র হেলাল উদ্দিন।

জেলা শ্রমিকলীগের সভাপতি কাউসার আহমেদের সভাপতিত্বে সভায় শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর