শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গাড়ির টায়ার নিয়ে অনুশীলনে তেভেজ

বয়স বাড়ছে। কিন্তু বয়স যাতে তার ফুটবল নৈপুণ্যে থাবা বসাতে না পারে, সে জন্য অনুশীলনে গাড়ির টায়ার নিয়ে অভিনব প্রস্তুতি সারলেন জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস তেভেজ৷

২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড এই মৌসুমেই ম্যানসিটি ছেড়ে যোগ দিয়েছেন জুভেন্টাসে৷ আর ইতালির এই ক্লাবের জার্সি গায়ে প্রথম থেকেই নজর কেড়ে চলেছেন তিনি। মাত্র ১১ ম্যাচে গোল করে ফেলেছেন ৬টি৷ জীবনের সেরা ফর্মে থাকার সময় ম্যানইউ ও ম্যানসিটিতে তার গোল করার গড় এত ভালো ছিল না৷ এটা ধরে রেখে পরের বছর বিশ্বকাপে আর্জেন্টিনার জাতীয় দলে ঢোকাটাই এখন প্রধান লক্ষ্য এই তারকার৷

আর সেটা করতেই শুক্রবার জুভেন্টাসের প্র্যাক্টিসে তেভেজকে অন্য মেজাজে দেখা গেল৷ কোচ আন্তানিও কন্তের অনুমতি নিয়েই তিনি মাঠে নিয়ে আসেন বেশ কিছু গাড়ির টায়ার৷ বল বাড়ানোর ক্ষেত্রে নিখুঁত হতে তিনি বল নিয়ে প্রথমে ছুটন্ত টায়ারের মাঝ দিয়ে ড্রিবল করতে থাকেন৷ তারপর ওই টায়ারের মধ্যে দিয়ে বল গলাতে থাকেন সতীর্থদের উদ্দেশ্যে৷ তার সঙ্গে এই প্র্যাক্টিসে যোগ দেন দুই সতীর্থ স্পেনের ফার্নান্দো লরেন্তে ও আন্দ্রে বারজাগালি৷ নতুন এই প্র্যাক্টিসে মজা পেয়ে পরে ছুটে আসেন অন্যরাও৷

পরে দেখা যায়, দলের বেশিরভাগ ফুটবলারই টায়ারের মধ্যে দিয়ে শট মেরে গোলে বল ঢোকাচ্ছেন৷ তেভেজ সতীর্থদের বলেন, “এ ভাবে প্র্যাক্টিসে টাচ আরও নিখুঁত হবে৷ গোলের সামনে খুব ছোট গ্যাপের মধ্যে দিয়েও বল জালে জড়াতে অসুবিধা হবে না৷ পেনাল্টি মারার ক্ষেত্রেও বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যাবে।”

image_53488_0

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা