শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত স্ত্রীকে হাসপাতালে রেখে স্বামী উধাও, অতঃপর মৃত্যু

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে করোনায় আক্রান্ত স্ত্রীকে ভর্তি করিয়ে পালিয়েছে স্বামী।

মঙ্গলবার আসমা আক্তার (৩৮) নামে ওই গৃহবধূকে ভর্তি করানো হয় করোনা ইউনিটে। এরপর থেকে তার স্বামী কিংবা কোনো অভিভাবকের দেখা মেলেনি। বুধবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান।

মারা যাওয়া আসমা আক্তার ডবলমুরিং থানার মৌলভীপাড়ার মোজাম্মেলের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া।

তিনি জানান, গত ৬ জুলাই আসমা আক্তার নামে এক রোগীকে করোনা ওয়ার্ডে ভর্তি করেন তার স্বামী মোজাম্মেল। এরপর মোজাম্মেল হাসপাতাল ত্যাগ করে। পরে সেই ওয়ার্ডে রোগীর কোনো স্বজন যোগাযোগ করেনি। রোগীর অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তার স্বামী মোজাম্মেলের নম্বরে ফোন করলে সে মোবাইল বন্ধ করে দেয়। গতকাল রাত ১টায় আসমা আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লাশ মর্গে রাখা হয়েছে।