শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

news-image

দক্ষিণ আফ্রিকায় বাসায় সন্ত্রাসীদের গুলিতে আলা উদ্দিন জুয়েল নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীরা তার বাসার মালামাল লুট করে নিয়ে যায়। আজ বুধবার বিকেলে নিহতের বাড়িতে এ খবর পৌঁছে।

নিহত আলা উদ্দিন জুয়েল (৩০) নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের খাজা মাঈন উদ্দিনের ছেলে।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, তিন বোন ও দুই বোনের মধ্যে নিহত জুয়েল মেঝো। পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেন্স সিটির একটি সুপার মার্কেটে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তিনি। প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার রাতে তিনি তার বাসায় ঘুমিয়ে ছিলো। এ সময় কয়েকজন স্থানীয় সন্ত্রাসী তার বাসায় এসে চাঁদা দাবি করলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এ সময় তার মাথা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। পরে সন্ত্রাসীরা তার বাসার মালামাল লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা চলে গলে স্থানীয় বাংলাদেশিরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নিহতের বাড়িতে এই খবর পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। ছেলের শোকে কান্না করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন জুয়েলর মা সাহেলা আক্তার স্বপ্না ও বাবা খাজা মাঈন উদ্দিন। এ ঘটনায় নিহতের পরিবারের লোকজন জুয়েলের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন। 

এ জাতীয় আরও খবর