শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২০ বছর পর বরফের নিচে পাওয়া গেল সেনা সদস্যের দেহ

news-image

২০ বছর ধরে নিখোঁজ ছিলেন এক সেনা সদস্য। সিয়াচেন হিমশৈলে টহল দেওয়ার সময় নিখোঁজ ওই সেনা সদস্যর মৃতদেহ পেলেন সেনারা। পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে ২০ বছর ধরে বরফের নিচে চাপা পড়ে ছিল এই সেনা সদস্যের দেহ। এই সেনা সদস্যের নাম  টি ভি পাটিল। টহলরত সেনারা জানিয়েছেন, শূন্যের নীচে ২০ বছর ধরে যে মৃতদেহ বরফের মধ্যে চাপা পড়ে ছিল, তার সনাক্তকরণও সম্ভব হয়েছে। তিনি হলেন-মহারাষ্ট্রের সেনা সদস্য টি ভি পাটিল। পাটিলের পকেটে ছিল ২১ বছর আগে পরিবার থেকে পাওয়া একটা চিঠি। এর সঙ্গে একটি মেডিক্যাল সার্টিফিকেটও মিলেছে। সেনারা আরো জানান, সিয়াচেনের ১৮০০ ফুট উপর থেকে এই দেহ উদ্ধার করা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সেখানকার তাপমাত্রা হিমাঙ্কের ৬০ ডিগ্রি নিচে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়,  ১৯৯৬ সালের অগস্ট মাসে তিনি হেলিকপ্টার থেকে রসদ পৌঁছানোর সময় অকুস্থল সিয়াচেন হিমবাহে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ থাকেন। 

এ জাতীয় আরও খবর