শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে কম দামে দুর্দান্ত ওয়াই-ফাই দেবে ফেসবুক

news-image

ভারতে কম খরচে ওয়াই-ফাই পরিষেবা আনতে চলেছে ফেসবুক। এর আগে নেট নিউট্রালিটি নিয়ে সরব ছিল এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। নতুন উপায় বার করে খুব দ্রুত পরিষেবা চালু করতে আগ্রহী তারা।

ফেসবুক ভাইস প্রেসিডেন্ট কেভিন মার্টিন এ কথা জানিয়েছেন। ইন্ডিয়া ইকনোমিক কনভেনশন ২০১৫-য় বক্তৃতা দেওয়ার সময় তিনি জানান, এই বিশেষ ওয়াই-ফাই ভারতে খুব কম খরচে চালু করার পরিকল্পনা রয়েছে তাঁদের। তাঁর কথায়, 'এই পরিষেবায় বিজ্ঞাপন এবং সেই সংক্রান্ত ভিডিয়ো থাকবে না। ফলে ব্যান্ডউইডথ খুব কম খরচ হবে। তাই আশা করছি ইন্টারনেটের স্পিডও ভালো থাকবে।'
কী ভাবে কম খরচে ওয়াই-ফাই চালু করার পরিকল্পনা রয়েছে? মার্টিন জানিয়েছেন, ফেসবুক ল্যাব এ ব্যাপারে কাজ করছে। ড্রোন এবং অন্যান্য কিছু নামহীন আকাশ যানকে ব্যবহার করে এই রপিষেবা দেওয়ার পরিকল্পনা করছে তারা। এতে আলাদা করে পরিকাঠামো তৈরির জন্য সময় নষ্ট হবে না এবং খরচটাও অনেকটা কমে যাবে। মার্টিন ফের একবার মনে করিয়ে দিয়েছেন, তাঁরা এখনও নেট নিউট্রালিটির পক্ষে। সাধারণ মানুষকে বিনামূল্যে বেসিক ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য ফ্রি ডেটার পক্ষেও কথা বলেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর