শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এখন থেকে মামলার তথ্য পাওয়া যাবে মোবাইল অ্যাপসে

news-image

ঢাকার নিম্ন আদালতের দৈনন্দিন কার্যতালিকা ও মামলা নিষ্পত্তির তথ্য এখন মোবাইল ফোন থেকেই জানা যাবে। শনিবার এ সংক্রান্ত মোবাইল অ্যাপসের উদ্বোধন করেন প্রধান বিচারপতি বিচারপতি এস কে সিনহা। ঢাকার দায়রা জজ আদালতের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই অ্যাপস উদ্বোধন করা হয়।surendra kumar sinha

 ‘জাস্টিস সেক্টর কোঅর্ডিনেশন: চ্যাইঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক এই সেমিনার সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি যৌথভাবে আয়োজন করে। এই সেমিনারে প্রধান বিচারপতি জেলা আদালতগুলোতে পাহাড়সমান মামলাজট নিরসনের চ্যালেঞ্জ ও সমস্যাগুলো নিয়ে বক্তৃতা করেন। জেলা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, মুখ্য মহানগর হাকিম আদালত, মুখ্য বিচারিক হাকিমের আদালতের জন্য পৃথক অ্যাপস রয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

এ জাতীয় আরও খবর