সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে গৃহকর্মী নেবে না সৌদি প্রতিষ্ঠানগুলো

news-image

বাংলাদেশ থেকে গৃহকর্মী নেয়া বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। এবার তারা নেপাল থেকে গৃহকর্মী নেয়ার পরিকল্পনা করছেন। এ লক্ষ্যে দু’দেশের মধ্যে শিগগিরই চুক্তি হবে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়েছে, সৌদি আরব বলছে- যে পরিমাণ শ্রমিক বাংলাদেশ থেকে যাওয়ার কথা ছিল তা কমে যাওয়ায় শ্রমিক নেয়ার খরচ বৃদ্ধি পেয়েছে। সে কারণেই তারা বাংলাদেশ থেকে শ্রমিক না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে নিয়োগ বিষয়ক বিশেষজ্ঞ ইব্রাহিম আল মেঘেইমিশ বলেন, চাকরি প্রত্যাশী বাংলাদেশী শ্রমিকের সংখ্যা অনেক কম। অর্থাৎ তাদেরকে শুধু বাংলাদেশ থেকে সৌদি আরব নিয়ে যাওয়ার খরচ ১০০০ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮০০ ডলারে। তিনি আরও বলেন, দেশে শ্রমিক নিয়ে আসতে যে খরচ হচ্ছে তা মেটাতে সৌদি শ্রম মন্ত্রণালয় ঘোষিত ৭ হাজার ডলার ব্যয় এখন আর যথেষ্ট নয়। একইরকম অভিযোগ এসেছে বিভিন্ন নিয়োগকারী প্রতিষ্ঠান মালিকদের কাছ থেকে। তারা বলছেন, খরচ বেড়েছে ৮০ শতাংশ। আল মেঘেইমিশ বলেন, ৫ লাখ বাংলাদেশী গৃহকর্মী সৌদি আরবে আসবে বলে শ্রম মন্ত্রণালয় যে দাবি করেছিল তা বাস্তবায়ন হয়নি। বর্তমানে সপ্তাহে মাত্র ৪ থেকে ৬ জন শ্রমিক সৌদি আরবে যাচ্ছেন। তিনি আরও বলেন, বাংলাদেশে শ্রমিকদের প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা কম। তার ওপর প্রশিক্ষণে সময় লাগে ৪ সপ্তাহ। ফলে, শ্রমিকদের সৌদি আরবে যেতে দেরি হচ্ছে আর তাতে খরচ হিসেবে বাড়তি জরিমানা গুনতে হচ্ছে। নেপালে সৌদি আরব দূতাবাসের এক কর্মকর্তা সম্প্রতি বলেছেন, গৃহকর্মী নিয়োগের জন্য দুই দেশের মধ্যে শিগগিরই চুক্তি হবে। এক্ষেত্রে দু’দেশের মধ্যে তৃতীয় কোন পক্ষ থাকবে না- এমন দাবি উঠেছে নেপাল সরকারের পক্ষ থেকে। এতে শ্রমিকের অধিকার রক্ষা হবে বলে নেপাল মনে করছে। ওই কর্মকর্তা বলেন, নেপালের শ্রম বিষয়ক মন্ত্রী শিগগিরই সৌদি আরব সফরে যাবেন। তখনই এ চুক্তি স্বাক্ষরিত হবে। বিভিন্ন খাতে শ্রমিক নেয়ার পর এখন গৃহকর্মী নেয়া হবে নেপাল থেকে। ওই কর্মকর্তা আরও বলেন, নেপালে সম্প্রতি ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এ জন্য এ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। এখন নেপালের লিখিত আবেদন চূড়ান্ত করার জন্য অপেক্ষায় সৌদি আরব। এ বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত আগামী কয়েক দিনের মধ্যে নেপালের শ্রম মন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?