সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ভূমধ্যসাগরে নৌকাডুবি ব্রাহ্মণবাড়িয়ার ২ যুবকের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদকএ নিয়ে এ ঘটনায় মোট ২৪ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেল। অবৈধভাবে সাগর পথে ইতালি যাওয়ার সময় লিবিয়ার উপকূলে নৌকাডুবে ব্রাহ্মণবাড়িয়ার দুই যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তাদের স্বজনরা। নিহতরা হলেন, জেলার কসবা উপজেলার সোনারগাঁও গ্রামের ফজল মিয়ার ছেলে নাজমুল হাসান (২০) ও সফি মিয়ার ছেলে আমিনুল ইসলাম (২১)। 

শনিবার সকালে মুঠোফোনের মাধ্যমে তাদের মৃত্যুর সংবাদটি গ্রামের বাড়িতে এসে পৌঁছালে কান্নার রোল পড়ে দুটি পরিবারে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত তিন বছর আগে কসবা উপজেলার সোনারগাও গ্রামের ফজল মিয়ার ছেলে নাজমুল হাসান ও সফি মিয়ার ছেলে আমিনুল ইসলাম লিবিয়ার উদ্দেশ্যে পাড়ি জমান। লিবিয়ায় চলমান সহিংসতার কারণে দীর্ঘদিন ধরেই নাজমুল ও আমিনুল ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন। এজন্য গত সপ্তাহে দালালের মাধ্যমে নাজমুল ও আমিনুলসহ অন্যান্য অভিবাসীরা অবৈধভাবে নৌকাযোগে ইতালির উদ্দেশ্যে রওনা হন। রওনা হওয়ার আগে তারা দুজনেই বাড়িতে ফোন করে স্বজনদের বিষয়টি জানান। এরপর থেকে তাদের সঙ্গে পরিবারের লোকজনদের আর কোনো যোগাযোগ হয়নি। পরে শনিবার লিবিয়ায় থাকা নাজমুল ও আমিনুলের এক প্রবাসী প্রতিবেশীকে ফোন করে আমিনুল ইসলামের বাবা সফি মিয়াকে নাজমুল ও আমিনুলের মৃত্যুর বিষয়টি জানান।

এদিকে নাজমুল ও আমিনুলের মৃত্যুর খবরে তাদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহত নাজমুলের বাবা ফজল মিয়া দ্রুত লিবিয়া দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে তাদের সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?