মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘রক্তচোষা জনির’ সহযোগী ‘রগকাটা সুমন’ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে কুখ্যাত সন্ত্রাসী ‘রক্তচোষা জনির’ অন্যতম সহযোগী ‘রগকাটা’ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ।
তিনি জানান, গ্রেপ্তারকৃত রগকাটা সুমন ওরফে চায়না সুমন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। সম্প্রতি ঢাকা উদ্যান এলাকায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে জনি ও তার গ্রুপের বিরুদ্ধে। এমন কি সম্প্রতি এক নারীকেও কুপিয়েছে এই চক্রটি।
গ্রেপ্তারকৃত সুমনের বিরুদ্ধে অস্ত্র, দ্রুত বিচার আইন, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।