বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাত মন্ত্রী পাচ্ছে জাপা

Jatio partyনির্বাচনকালীন সর্বদলীয় সরকারে যোগ দেবে জাতীয় পার্টি (জাপা)। এ সরকারের অধীনে নির্বাচনেও অংশগ্রহণ করবে তারা।

 

রোববার রাতে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে রুদ্ধদ্বার বৈঠক শেষে মহাসচিব রুহুল আমীন হাওলাদার বাংলামেইলকে এ তথ্য জানিয়েছেন।

 

রুহুল আমীন বলেন, ‘গণতন্ত্রের উত্তরণের জন্যই আমরা নির্বাচনে যাচ্ছি। নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে আমাদের দলের সাতজন মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন।’

 

তিনি আরও বলেন, ‘কোন কারণে কী প্রেক্ষাপটে আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তা আগামীকালের (সোমবার) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

 

রাত পৌণে ১১টায় প্রেসিডেন্ট পার্কে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন এরশাদ। এ বৈঠক চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত।

 

বৈঠক শেষে বের হয়ে দলের মহাসচিব অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, ‘আমরা মন্ত্রিসভায় যাচ্ছি।’

 

এরপর তিনি সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর না দিয়ে সকালের সংবাদ সম্মেলনের জন্য অপেক্ষা করতে বলেন।

 

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হুসেইন মুহম্মদ এরশাদ সর্বদলীয় সরকার ও নির্বাচনে যাওয়ার ব্যাপারে সংবাদ সম্মেলনে কথা বলবেন বলে জানান তিনি।

 

এদিকে দলীয় বৈঠকের আগে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীর সঙ্গেও বৈঠক করেন এরশাদ।

রাত সাড়ে ১০টার দিকে বৈঠক থেকে বের হয়ে মাহী বি চৌধুরী বলেন, ‘সর্বদলীয় সরকার নয়, আমাদের আলাদা জোট গঠনের ব্যাপারে আলোচনা হয়েছে।’ বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে মুসলিম দেশগুলোর ঐক্য প্রয়োজন : প্রধানমন্ত্রী

দেশে নতুন করে গুমের সংখ্যা বাড়ছে : রিজভী

ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে বাধা নেই

সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে ৭ কোম্পানি

বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা

দলে ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য

ভোট পড়েছে ৩০-৪০ শতাংশ : সিইসি

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হলো প্রথম ধাপের উপজেলা নির্বাচন

ইমরানের স্ত্রী বুশরাকে কারাগারে স্থানান্তরের নির্দেশ

মানসিক সমস্যায় ভুগছেন মিস ইউএস, ফিরিয়ে দিলেন সেরা সুন্দরীর মুকুট

নীতি সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক