শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আধুনিকতায় চাহিদা নেই হুক্কার, কমেছে চাহিদা 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের সড়ক বাজারের হুক্কা পট্রিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  যন্ত্রপাতি নিয়ে গত ১০ বছর আগেও ৭/৮ জন প্রতিদিন হুক্কা তৈরি করতেন। সে সাথে বিক্রি করতেন একই স্হানে বসে। কিন্তু কালের বিবর্তনে আজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে এর চাহিদা। বর্তমানে এখানে ১/২ জন হুক্কা তৈরি কারিগরসহ বিক্রেতা চোঁখে পড়ে।
সরেজমিন হুক্কা পট্টিতে গিয়ে দেখা যায়, বাজারের সরু গলির মাথায় ২ জন দুই দিকে বসে হুক্কা তৈরি ও বিক্রি করছেন। হুক্কা তৈরির প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, প্রথমে আমরা নারিকেলের ভেতরের অংশটি পরিষ্কার করে রোদে শুকাই। এরপর ধারালো দা দিয়ে নারিকেলের খোলের বাইরের পুরো ছোবড়া (আঁশ) চেঁছে নেই। তারপর খোলটাকে কালো রঙ দেওয়ার পর রোদে শুকাই। এরপর এতে ছিদ্র করে কাঠের হাতল লাগাই। এভাবেই পুরো একটি হুক্কা তৈরি করি।
হুক্কার কারিগর ও বিক্রেতা নান্নু মিয়া বলেন, বাপ-দাদার ঐতিহ্যকে ধরে রাখতে ৩৫ বছর ধরে এ পেশায় জড়িত। কিন্তু আগের মত হুক্কার তেমন একটা চাহিদা নেই বলে পরিবার-পরিজন নিয়ে কোনো রকমে টিকে আছি। এখন আর আগের মতো বিক্রি হয় না। প্রতিদিন ৮/১০ টির মত হুক্কা তৈরি করতে পারলেও ৩/৪ টার মত বিক্রি করতে পারি। আমাদের হুক্কা মূলত গ্রাম-গঞ্জের বৃদ্ধ লোকজনই বেশি কিনে থাকে। সিগারেটের ব্যবহার বেড়ে যাওয়ায় এখন আর কেউ হুক্কা কিনে না।  প্রতিটি হুক্কা দেড়শ টাকা পর্যন্ত দাম হাঁকা হলেও বিক্রি করি ১২০ টাকায়। এই আয় দিয়ে পরিবার নিয়ে চলতে কষ্ট হয়।
আরেক হুক্কা কারিগর জানান, আধুনিক যুগে বাজারে বিভিন্ন ধরনের সিগারেটের ব্যবহার বেড়ে যাওয়ায় হুক্কার ব্যবহার কমে গেছে। এক সময় এই স্থানে বসে ১০/১২ জন মিলে হুক্কা তৈরি ও বিক্রি করতেন। দিন দিন এর চাহিদা কমে যাওয়ায় বাকিরা এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছেন।এখন অনেক ঘরের শোপিচ হিসেবে এটিকে ব্যবহার করে থাকে। এজন্য অনেক তরুণ-তরুণী বা পরিবারের লোকজন এ হুক্কা কিনতে আসে মাঝে মধ্যে।
হুক্কা কিনতে আসা সদর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা ফিরোজ মিয়া বলেন, আমরা অনেক আগে থেকে এই হুক্কা ব্যবহার করে আসছি। ব্যবহার হুক্কার কাঠের হাতলটা ফেটে গেছে। তাই  একটা হুক্কা কিনেছি। তামাক ব্যবহার বৃদ্ধ বয়সে ক্ষতি জেনেও পুরনো অভ্যাসের কারণে এটি ছাড়তে পারিনা।
অষ্টগ্রাম এলাকার বাসিন্দা মিলন মিয়া বলেন, তরুণ বয়স থেকে এই হুক্কা ব্যবহার করে আসছি। জমিতে ধান কাটা লাগায় ধান কাটার শ্রমিকদের জন্য দুইটা নতুন হুক্কা কিনতে হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)