সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী

news-image

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া কসবায় শশুর বাড়িতে বেড়াতে এসে মেঘলা আক্তার (১৬) নামক এক কিশোরী গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে তার প্রবাসী স্বামী। সোমবার (১০ জুলাই) সকালে কসবা পৌর এলাকার কালিকাপুর প্রধানমন্ত্রীর আশ্রয়ণ নিবাসে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী পলাতক। নিহত মেঘলা আক্তার কসবা পৌর এলাকার কালিকাপুর গ্রামের রাজমিস্ত্রী আলমগীর হোসেনের মেয়ে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

নিহতের বাবা আলমগীর হোসেন জানান, প্রায় দুই বছর পূর্বে তিনি চট্টগ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন। চট্টগ্রাম থাকাকালীন তার মেয়ে মেঘলা আক্তার প্রেম করে নোয়াখালী জেলার মাইজদী কোর্ট এলাকার নাঈম মিয়ার সঙ্গে বিয়ে করেন। বিয়ের পর মেয়েকে ছেলের বাড়ি মাইজদীতে নিয়ে গেলে শ্বশুর-শাশুরী টাকার জন্য তাকে নির্যাতন করত। কয়েক মাস সংসার করে তার মেয়ে বাবার বাড়িতে চলে আসে। পরে জানতে পারেন তার মেয়ের জামাই সৌদি আরব চলে গেছেন। মেঘলার স্বামী কিছুদিন পূর্বে প্রবাস থেকে দেশে ফিরেন এবং স্ত্রীকে তার নিজ বাড়িতে নিয়ে যাবেন বলে চারদিন আগে কসবায় শশুর বাড়িতে বেড়াতে আসেন। এরই মধ্যে সোমবার সকালে আমলগীর হোসেন বাড়ি থেকে বেড়িয়ে গেলে মেঘলা ও নাঈমের মধ্যে ঝগড়া হয় এবং একপর্যায়ে নাঈম মেঘলাকে বেধড়ক কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে মেঘলার বাবা ও পাশ^বর্তী লোকজন তাকে মুর্মূষু অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মেঘলা মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মো. আমিমুল এহসান খান, কসবা পৌর মেয়র এম, জি হাক্কানী ও কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ঘটনাস্থলে ছুটে যান।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, মেঘলা আক্তার নামে এক কিশোরী গৃহবধু খুন হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামী গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।

 

 

 

এ জাতীয় আরও খবর

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী নিহত

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার