সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নবীনগরে ইউএনওর উপহার খাদ‍্যসামগ্রী পেয়ে আনন্দে কাঁদলেন আবুল মিয়া

news-image
ইব্রাহীম খলিল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার শ্রীরামপুর গ্রামের অসহায় বয়োবৃদ্ধ আবুল মিয়া অতি কষ্টে জীবন যাপন করছেন। বয়সের ভাড়ে কর্ম অক্ষম এ মানুষটি জীবন জীবিকায় ভরণপোষণ চালাতে পারছেন না। রোজগার করার মতো ছেলে নেই তার। ৬ মেয়ে থাকলেও এখন আর কেউ কাছে থাকে না। মানুষের আর্থিক সহযোগিতা আর অনুদান দিয়েই চলে স্বামী-স্ত্রীর মানবেতর জীবন। রোজগারের অভাবে ২০ বছর ধরে পছন্দের মাছ, মাংস, দুধ কিনে খেতে পারছেন না বলে মনে অনেক আফসোস ছিল তার। তাছাড়া নেই মাথা গোজার কোন ঠাঁই। অপরের দয়ায় আশ্রয় নিয়েছেন এক বাড়িতে।
এমন সংবাদ পেয়ে মানবিক সংগঠন সেবা বাংলাদেশ টিম একটি প্রতিবেদন প্রচার করে। এ সংবাদটি উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক এর দৃষ্টিগোচর হলে তিনি সেবা বাংলাদেশ সংগঠনের পরিচালক এস কে হেলাল এর সাথে যোগাযোগ করে অসহায় আবুল মিয়াকে তার পছন্দের মাছ, মাংস, দুধ, চাল, ডালসহ এক মাসের খাদ‍্যসামগ্রী উপহার দেন।
সোমবার  (৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ ভবনের নিচতলায় এ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। মাছ, মাংস, দুধ, চাল, ডালসহ আরো নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে আবুল মিয়া যেন আকাশের চাঁদ হাতে পেলেন। অনেক দিনের স্বপ্ন পূরণ হলো তার। এতে আবুল মিয়া কৃতজ্ঞতা স্বীকার করে একপর্যায়ে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। ওর আনন্দ অশ্রুতে পরিবেশটি ভারী হয়ে ওঠেছিল।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, সেবা বাংলাদেশ এর মাধ্যমে আবুল মিয়ার অসহায়ত্বের কথা শুনে খুবই খারাপ লাগছিল। তাই সাধ‍্যানুসারে সামান্য খাদ্যসামগ্রী দেওয়ার চেষ্টা করেছি। তাছাড়া আবুল মিয়ার যেহেতু থাকার জায়গা নেই তাই চেষ্টা করবো সুযোগ হলে একটি সরকারি ঘরে পূনর্বাসন করার। তিনি মাহে রমজানে আশেপাশের অসহায় মানুষদের সহযোগিতায় এগিয়ে আসার জন‍্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?