শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

তৃণমূল এমপি মিমিকে মোদি সরকারের বিশেষ সম্মাননা

news-image

অনলাইন ডেস্ক : এমনিতে ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে ক্ষমতাসীন বিজেপি সরকারের আদায়-কাঁচকলায় সম্পর্ক। তবে যাদবপুরের তৃণমূল এমপি মিমি চক্রবর্তীকে বিশেষ সম্মান জানিয়ে সবাইকে অবাক করল মোদি সরকার।

সেই সুখবর নিজেই টুইটারে শেয়ার করে জানালেন মিমি চক্রবর্তী। খবর হিন্দুস্তান টাইমসের।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এ সম্মাননা জানানো হয় মিমিকে। মাস কয়েক আগে ১০ জন যক্ষ্মা রোগীদের দত্তক নিয়েছিলেন এই তারকা এমপি।

তাদের ভরণ-পোষণ ও চিকিৎসার সবরকম দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মিমি, এ কারণেই সম্মানিত করা হয়েছে অভিনেত্রীকে।

গত নভেম্বর মাসে ভাঙড়ের নলমুড়ি ব্লক হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের এমপি-অভিনেত্রী মিমি চক্রবর্তী।

ভাঙড়ের জিরানগাছা ও নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্বও পেয়েছিলেন কয়েক দিন আগে। সেখানে গিয়েই টিবি রোগীদের দত্তক নেওয়ার কথা জানিয়েছিলেন মিমি। সেইসময়ই প্রশংসা কুড়িয়েছিল মিমির সিদ্ধান্ত।

বৃহস্পতিবার টুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পক্ষ থেকে পাওয়া শংসাপত্রের ছবি পোস্ট করেন মিমি।

সেখানে ইংরাজিতে লেখা রয়েছে, প্রধানমন্ত্রী টিবিমুক্ত ভারত অভিযানকে সফল করে তুলতে টিবি রোগীদের দত্তক নিয়েছেন মিমি চক্রবর্তী। আপনার এই গুরুত্বপূর্ণ প্রচেষ্টা ভারতকে টিবিমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে।

মোদি সরকারকে ধন্যবাদ জানিয়ে মিমি লেখেন, আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাতে চাই ১০ জন যক্ষ্মারোগীকে দত্তক নেওয়ার আমার প্রচেষ্টাকে সাধুবাদ জানানোর জন্য।

আমি চাই আরও মানুষজন এগিয়ে আসুক এই মহান প্রচেষ্টায় অংশ নিতে। আপনার ছোট্ট প্রয়াস অনেকের জীবন বাঁচাতে পারে।

এমনিতে মোদি সরকারের সমালোচনা করতে ছাড়েন না মিমি। তবে ভারত সরকারের তরফে এই সম্মান পেয়ে গর্বিত নায়িকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)