সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

টিম বাংলাদেশের সঙ্গে একান্ত বৈঠকে পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : দুপুর গড়াতেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চাউর হয়ে গেল, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ক্রিকেটারদের সাথে বসবেন এবং একান্তে কথা বলবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

যেহেতু জাতীয় দলের অনুশীলন চলবে বিকেল ৫টা পর্যন্ত এবং টাইগারদের টিম হোটেলে ফিরতে ফিরতে অন্তত সন্ধ্যা ৬টা, তাই বিসিবি সভাপতি তামিম, সাকিব, মুশফিক, রিয়াদদের সাথে বসতে বসতে সন্ধ্যা ঘনিয়ে আসবে।

সেটাই হলো। সোমবার সন্ধ্যার পর, প্রায় সাড়ে ৭টা বাজতেই হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁয় প্রবেশ করেন বিসিবি প্রধান। সেখানেই তিনি বৈঠকে বসেছেন ক্রিকেটারদের সঙ্গে।

যদিও এই বৈঠকের আলোচ্য বিষয় কী তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে- বাংলাদেশ দল ঘিরে গত কয়েকদিন যে চাপা উত্তেজনা চলছে, সেটা নিরসনের জন্যই হয়তো ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছেন বিসিবি প্রধান।

প্রসঙ্গতঃ দু’দিন আগে বিদেশি একটি মিডিয়ায় সাক্ষাৎকার দিতে গিয়ে বাংলাদেশের ক্রিকেট পরিবেশের কথা খোলামেলাভাবে তুলে ধরেন পাপন। সেখানেই তিনি স্বীকার করেন দলের মধ্যে গ্রুপিংয়ের কথা। বলেছেন, ড্রেসিংরুম হেলদি নয়। একই সঙ্গে জানিয়েছেন, সাকিব-তামিমের দ্বন্দ্বের কথাও। যদিও তিনি নিজে চেষ্টা করে সেই দ্বন্দ্ব মেটাতে পারেননি।

পরদিন সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক বিসিবি সভাপতির সঙ্গে পুরোপুরি দ্বিমত পোষণ করেন। সাকিবের সঙ্গে সম্পর্ক ভালো নেই সেটা স্বীকার করে নিয়েই তিনি জানিয়েছেন, সম্পর্কের এই অবস্থা মাঠের খেলায় কোনো প্রভাব পড়ে না। মাঠে তাদের সম্পর্ক ঠিকই আছে। এছাড়া দলের মধ্যে কোনো গ্রুপিং নেই, ড্রেসিং রুমের পরিবেশ পুরোপুরি ঠিক আছে বলেও দাবি করেন তামিম।

এরপর আজই ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসলেন বিসিবি প্রধান।

এ জাতীয় আরও খবর

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী নিহত

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার