শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তুমুল লড়াইয়ে আইএস নেতাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

news-image

অনলাইন ডেস্ক : সোমালিয়ায় স্পেশাল অপারেশন চালিয়েছে মার্কিন বাহিনী। এতে গুরুত্বপূর্ণ আইএস নেতাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। খবর ডয়চে ভেলের।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘ পরিকল্পনার পর ওই অপারেশন চালিয়েছিল দেশের সেনা। উত্তর সোমালিয়ার একেবারে প্রান্তিক এক অঞ্চলে এই অপারেশন চালানো হয়ে। নিহত হয়েছে আইএস-এর আঞ্চলিক নেতা বিলাল আর সুদানি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, বিলাল শুধু সোমালিয়া নয়, গোটা এলাকার আইএস সংগঠনকে চালনা করতো।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে এই অপারেশন চালানো হয়। সূত্রের দাবি, পাহাড়ের গুহায় লুকিয়ে ছিল আল সুদানি। মার্কিন বাহিনী সেখানে পৌঁছানোর পর অন্তত ১০ আইএস যোদ্ধার সঙ্গে তাদের তুমুল লড়াই হয়।

তাদের সকলকে হত্যা করার পর সুদানিকে মারা হয়। অপারেশনে কোনো সাধারণ মানুষের মৃত্যু হয়নি। কেবলমাত্র একজন মার্কিন সেনা আহত হয়েছেন। তাকে একটি সেনার কুকুর আক্রমণ করেছিল।

 

এ জাতীয় আরও খবর