বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিবি পরিচয়ে সাংবাদিকের ১০ লাখ টাকার মালামাল লুট

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে যুক্তরাষ্ট্র-ফেরত প্রবাসী সাংবাদিকের কাছ থেকে পাঁচ হাজার ১২০ ডলার ও মোবাইল ফোনসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী গাড়িটি শুক্রবার রাত ৩টায় সিদ্ধিরগঞ্জের আটিওয়াপদা কলোনি এলাকায় পৌঁছলে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সশস্ত্র ডাকাত দল প্রবাসী সাংবাদিককে বহন করা গাড়ি আটকে এ ডাকাতির ঘটনা ঘটায়।

এর আগে, যুক্তরাষ্ট্র-ফেরত প্রবাসী সাংবাদিক ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক মো. আরিফ হোসাইন কুয়েত এয়ারওয়েজের একটি বিমানে করে শুক্রবার রাত পৌনে ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

রাত ১টা ৫০ মিনিটে একটি মাইক্রোবাসযোগে এয়ারপোর্ট থেকে সিদ্ধিরগঞ্জের মিজমিজির তার বাসায় যাচ্ছিলেন আরিফ। এ সময় গাড়িটি কাঁচপুর সেতুর পশ্চিম পাশে ইউটার্ন নিয়ে সিদ্ধিরগঞ্জের আটিওয়াবদা কলোনি এলাকায় আসামাত্র গাড়িটিকে একটি হাইয়েস গাড়ি সিগন্যাল দিলে প্রথমে চালক শহিদুল ইসলাম সামনের দিকে এগিয়ে যেতে থাকেন।

এ সময় খাজা লাইমস নামে একটি চুন কারখানার সামনে সাদা রঙের হাইয়েস দিয়ে তাদের গাড়িটির গতিরোধ করে সাংবাদিক মো. আরিফ হোসাইনকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তল্লাশির নামে তার মানিব্যাগ ছিনিয়ে নেয়।

যেখানে তার পাসপোর্ট, আমেরিকার গ্রিনকার্ড ও ব্যাংকের ডেভিড-ক্রেডিট কার্ডসহ অন্য প্রয়োজনীয় কাগজপত্র ছিল। পরে আরিফকে গাড়ি থেকে নামিয়ে মারধর করতে থাকে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে তার বাড়ির কেয়ারটেকার মো. মিজানুর রহমানকেও মারধর করে আহত করে ডিবি পরিচয়ে ওই ডাকাতরা।

এ সময় ডিবি পুলিশের জ্যাকেট পরা ৭-৮ জন ডাকাত প্রবাসী আরিফের কাছ থেকে পাঁচ হাজার ১২০ ডলার, আমেরিকান গ্রিনকার্ড, পাসপোর্ট, আইফোন-১৪ প্রোমেক্স , ক্রেডিটকার্ড ও মালামালসহ প্রায় ১০ লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, ডাকাতির ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে সংযত করতে পেরেছি; সংসদে প্রধানমন্ত্রী

পুলিশ হেফাজতে মৃত্যু : ওসি, ডাক্তার ও জেল সুপারের বিরুদ্ধে মামলা

দুই পোলিং এজেন্টসহ তিনজনকে কারাদন্ড

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে মুসলিম দেশগুলোর ঐক্য প্রয়োজন : প্রধানমন্ত্রী

দেশে নতুন করে গুমের সংখ্যা বাড়ছে : রিজভী

ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে বাধা নেই

সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে ৭ কোম্পানি

বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা

দলে ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য

ভোট পড়েছে ৩০-৪০ শতাংশ : সিইসি