সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

হাসপাতালের জরুরি বিভাগে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসা কর্মকর্তাকে অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা সেবা বন্ধ ছিল। এতে বিপাকে পড়েন চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা।

ছিনতাইয়ে জড়িত থাকার সন্দেহে আজ বেলা আড়াইটার দিকে দুজনকে আটক করেছে পুলিশ। আটক দুজন হলেন গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রনি ও ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি মহল্লার ইমরান হোসেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আবুল কালাম আজাদ হাসপাতালের জরুরি বিভাগের পাশের একটি কক্ষে বসে ছিলেন। এ সময় দুজন দুর্বৃত্ত ওই কক্ষে ঢুকে পিস্তল ও ধারালো ছুড়ি ঠেকিয়ে তার কাছে থাকা টাকা ও তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান। এ সময়৥ তারা আজাদকে তার কক্ষের বাইরে থেকে আটকে দিয়ে চলে যান। পরে তিনি চিৎকার করলে হাসপাতালের অন্য কর্মকর্তা-কর্মচারীরা এসে তাকে উদ্ধার করেন।

এদিকে ঘটনার পরপরই হাসপাতালে উপস্থিত হয় থানা-পুলিশের একটি টহল দল। এসময় পুলিশ আজাদকে সঙ্গে নিয়ে ছিনতাইকারীদের পিছু নিয়ে কিছুদুর এগিয়ে যায়। এ সময় ছিনতাই হওয়া ফোনে কল দিলে তা বেজে ওঠে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যান।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ঘটনা ঘটার কয়েক মিনিটের মধ্যে সেখানে পুলিশ পৌঁছে যায়। পুলিশ জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?