সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

লঞ্চে ২ কিশোরীকে ধর্ষণের অভিযোগে লস্কর গ্রেপ্তার

news-image

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : লঞ্চের স্টাফ কেবিনে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে লঞ্চের লস্কর মফিজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার ঘোষেরহাট লঞ্চ ঘাটে জাহিদ-৭ লঞ্চ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত মফিজ দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের চরযমুনা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় আজ এক ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মফিজকে আসামি করে দুলারহাট থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতে গত ৩০ অক্টোবর ঘোষেরহাট লঞ্চঘাট থেকে ঢাকাগামী জাহিদ-৭ লঞ্চের ডেকে বিছানা করে বসেন ভুক্তভোগী দুই কিশোরী। সন্ধ্যায় লঞ্চের লস্কর মফিজ তাদের বলেন ডেকের ও কেবিনের ভাড়া একই। আপনারা কেবিনে থাকতে পারেন। মফিজের কথায় দুই কিশোরী ইঞ্চিন রুমের পাশে লঞ্চ স্টাফদের নিচের কেবিনে প্রবেশ করেন। রাত ১২টায় মফিজ উপরের কেবিনে প্রবেশ করে কাঠের পাটাতন সরিয়ে নিচের কেবিনে ডুকেন। পরে ছুরি হাতে নিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে ওই দুই কিশোরীকে ধর্ষণ করেন। সকালে লঞ্চটি ঢাকার সদরঘাটে পৌঁছালে দুই কিশোরী লঞ্চ থেকে নেমে নারায়নগঞ্জের একটি মহিলা মেসে উঠেন। তবে ভয়ে তারা এ ঘটনাটি পরিবারের কাউকে বলেননি।

ঘটনার দুই মাস পর ভুক্তভোগী এক কিশোরীর গর্ভধারনের বিষয়টি ধরা পরে। পরে বিষয়টি কিশোরীর বাবাকে জানালে তিনি আজ দুলারহাট থানায় এসে মফিজকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। এই মামলা আমলে নিয়ে পুলিশ অভিযুক্ত মফিজকে গ্রেপ্তার করে।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, এ ঘটনায় এক কিশোরীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত লঞ্চের লস্কর মফিজকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?