রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের মনোবল ভেঙে দিতে পরিকল্পনা করেছে রাশিয়া: জেলেনস্কি

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের মনোবল ভেঙে দিতে রাশিয়া ড্রোন হামলা দীর্ঘায়িত করার পরিকল্পনা করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ মন্তব্য করেছেন। খবর বিবিসির।

জেলেনস্কি বলেছেন, তিনি গোয়েন্দা রিপোর্টে জেনেছেন ইরানের তৈরি শহীদ ড্রোন দিয়ে রুশ বাহিনী ইউক্রেনে হামলা চালিয়ে যাবে। ডনবাস অঞ্চলে রুশ বাহিনীর ওপর বিশাল হামলা চালানোর পর এমন তথ্য জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

কিয়েভে রাতের ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনকে নিঃশেষ করতে রাশিয়া ড্রোন হামলা দীর্ঘ করার পরিকল্পনা করেছে। তিনি আরও বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে এবং এর জন্য আমাদের সবকিছু করতে হবে। এখন সময় এসেছে আকাশ প্রতিরক্ষায় জড়িত সবাইকে বিশেষভাবে মনোযোগী হতে হবে।’

এর আগে জেলেনস্কি বলেন, ২০২৩ সালের শুরুর দিনে ইউক্রেনীয় বাহিনী ইরানের তৈরি ৮০টি ড্রোন ভূপাতিত করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিমাণ বাড়িয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের জ্বালানি স্থাপনাকে লক্ষ করে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি ইউক্রেনের। এ ছাড়া দেশটি অভিযোগ করেছে, শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া।

 

এ জাতীয় আরও খবর