শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাস চালকের হার্ট অ্যাটাক, একের পর এক গাড়িতে ধাক্কা

অনলাইন ডেস্ক : বাস চালাতে চালাতেই হার্ট অ্যাটাক হয়ে স্টিয়ারিঙের উপর ঢলে পড়েন চালক। নিয়ন্ত্রণহীন বাস এরপর সিগন্যালে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে ধাক্কা মারে। এতে এক পথচারী নিহত ও আহত হন বেশ কয়েকজন।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে।

আহতদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। পরে ওই বাস থেকে উদ্ধার করা হয় চালকের মৃতদেহ।

চিকিৎসকেরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকেই চালক হরদেব পালের (৬০) মৃত্যু হয়েছে।

জবলপুর শহরের একটি ট্র্যাফিক সিগন্যালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সিগন্যালে দাঁড়িয়ে আছে একাধিক মোটরসাইকেল এবং রিকশা। আচমকা পেছন থেকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেগুলোকে ধাক্কা মারে। বাসটিও পরে উল্টে যায়।

পুলিশ জানিয়েছে, ওই বাসটি চালাচ্ছিলেন হরদেব নামের এক চালক। তিনি গত দশ বছর ধরেই শহরে ‘মেট্রো বাস’ চালাচ্ছেন। আচমকাই বাস চালাতে চালাতে তার হার্ট অ্যাটাক হয়। সঙ্গে সঙ্গেই তিনি ঢলে পড়েন স্টিয়ারিঙের উপর।

পুলিশ সূত্র জানায়, ওই বাসের যাত্রী এবং দুই শিশু-সহ মোট ছয়জন গুরুতর আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি এক বৃদ্ধকে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

তবে বাসের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে পুলিশের দাবি।

 

এ জাতীয় আরও খবর