শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবিতে গণধোলাইয়ে আহত শিক্ষক হাসপাতালে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগ সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের উল্টো পাশের সড়কে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় রুবিনা আক্তার (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনা ঘটানো প্রাইভেটকারটির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা চালানোর সময় আহত রুবিনাকে এক কিলোমিটার পথ টেনেহিঁচড়ে নিয়ে যায়। পথচারীরা প্রাইভেট কারটি তাৎক্ষনিক থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে থামানো হয় প্রাইভেটকারটিকে। এসময় গণধোলাইয়ে গুরুতর আহত হন চালক ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক আজহার জাফর শাহ (৪৮)। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শাহবাগ মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। আহত রুবিনাকে ঢামেক হাসপাতালে নিলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত রুবিনা আক্তার রাজধানীর তেজগাঁওয়ে তেজকুনিপাড়ায় থাকতেন। তার স্বামী এক বছর আগে মারা গেছেন। তাদের এক সন্তান রয়েছে।

নিহত রুবিনা আক্তারের দেবর নুরুল আমিন জানান, রাজধানীর হাজারীবাগের সেকশন এলাকায় তাদের বাসা। তেঁজগাও থেকে ভাবী রুবিনাকে নিয়ে মটরসাইকেল যোগে হাজারীবাগের বাসায় যাচ্ছিলেন তিনি। পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিপরীত পাশে মোটরসাইকেলটিকে একটি গাড়ি ধাক্কা দিলে রুবিনা গাড়ির সামনে পড়ে যায়। নুরুল আমিনও পাশে পড়ে যায়। রুবিনা প্রাইভেটকারের বাম্পারের সঙ্গে আটকে যায়। পরে গাড়িটি রুবিনাকে টেনে হিঁচড়ে নিয়ে দ্রুত চালিয়ে যেতে থাকে। নীলক্ষেত পর্যন্ত গেলে স্থানীয়রা গাড়িটিকে আটক করে এবং রুবিনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

এ জাতীয় আরও খবর