শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে ‘ধর্ষণের পর’ প্রতিবন্ধীকে পুড়িয়ে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জে এক বাক্‌প্রতিবন্ধী নারীকে (৩২) দলবদ্ধ ধর্ষণের পর আগুনে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

অগ্নিদগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি। তার শরীরে ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

নিহতের ছোট বোন অভিযোগ করে জানান, তার বোন জন্মগতভাবে বাক্‌প্রতিবন্ধী। পরিবারের সঙ্গে কেরানীগঞ্জ থাকতেন। সোমবার সন্ধ্যার দিকে বাসার সামনে থেকে কয়েকজন তাকে সিএনজি যোগে কেরানীগঞ্জ কদমতলী পার্কের পাশে একটি এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে কয়েকজন মিলে ধর্ষণের পর গায়ে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামাল জানান, সোমবার রাতে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ওই দগ্ধ নারীকে সু-বাড্ডা চিতাখোলা সাবান ফ্যাক্টরির পাশে থেকে উদ্ধার করা হয়। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের ধরতে অভিযান চলছে। মৃত্যুর আগে তিনি ধর্ষণের শিকার হয়েছিল কিনা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর