শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‌‘মুখোশধারীদের’ ককটেল বিস্ফোরণের পর বিএনপিকে দায়ী করল ছাত্রলীগ

news-image

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জ শহরের কলেজপাড়া এলাকার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ও অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ জন্য বিএনপিকে দায়ী করে মিছিল করেছে ছাত্রলীগ।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে সরকারি হরগঙ্গা কলেজ সংলগ্ন স্মৃতিস্তম্ভের সামনে সড়কে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে তিনটি ককটেল বিস্ফোরিত হয় ও দুটি অটোরিকশা ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সদর থানা পুলিশের একটি টিম।

অটোরিকশা চালক অনিক জানান, মুন্সিরহাট থেকে যাত্রী নিয়ে শহরের পুরাতন কাচারিতে যাচ্ছিলেন। পথিমধ্যে সরকারি হরগঙ্গা কলেজের পেছনে আসলে ২০-৩০ জনের মুখোশধারী একদল লোক সেখানে হামলা চালায়। এ সময় দুটো অটোরিকশা ভাঙচুর করে ও পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

ককটেল বিস্ফোরণ ও অটোরিকশা ভাঙচুরের সত্যতা নিশ্চিত করেন সদর থানার ওসি তারিকুজ্জামান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। সেখানে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থায় নেয়া হবে।

ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপিকে দায়ী করেছে ছাত্রলীগ। ঘটনার পরপরই জেলা ছাত্রলীগ সরকারি হরগঙ্গা কলেজ সড়কে বিক্ষোভ মিছিল করে।

জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধা বলেন, আগামী ১০ ডিসেম্বরকে সামনে রেখে বিএনপি সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এর অংশ হিসেবে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে । এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জড়িতদের গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবি করছি।

 

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী