সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আমিরাতকে উড়িয়ে গা গরম করল আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। তিনি শুধু খেললেন না, পুরো সময় মাঠে থাকলেন। অবশ্য খুব দৌড়ে, নড়ে-চড়ে খেলেননি। তবে আকাশি-সাদা রঙয়ে ছেঁয়ে যাওয়া স্টেডিয়ামের দর্শকদের মুগ্ধ করেছেন গোল করে ও গোলে সহায়তা দিয়ে। আর্জেন্টিনাও ৫-০ গোলে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল।

ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করে আলবিসেলেস্তেরা। কাউন্টার অ্যাটাক থেকে মেসি দারুণ এক বল নিয়ে ঢুকে যান। তিনি নিজেই শট নিতে পারতেন। তবে আর্জেন্টিনার জার্সিতে খেলা এই মেসি ভিন্ন। ঝুঁকি না নিয়ে দলটির তরুণ নাম্বার নাইন জুলিয়ান আলভারেজকে দিয়ে গোল করান পিএসজি তারকা।

দ্বিতীয় ও তৃতীয় গোলটিও স্টেডিয়াম ভরে যাওয়া ভারতীয় উপমহাদেশের ভক্তদের জন্য ছিল উচ্ছ্বাস জাগানিয়া। উইঙ্গ থেকে কোরেইরার লম্বা করে বাড়ানো বলে দুর্দান্ত এক ভলি করে ২৫ মিনিটে গোল করেন জুভেন্টাসে খেলা অ্যাঞ্জেল ডি মারিয়া। দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি ৩৬ মিনিটে এই বাঁ-পায়ের ফুটবলার করেন গোলরক্ষককে কাটিয়ে।

প্রথমার্ধে আর্জেন্টিনা ৪-০ গোলের লিড নেয়। ম্যাচের ৪৪ মিনিটে গোল করেন মেসি। বক্সের ভেতর থেকে ডান পায়ের জোরালো শটে আরব আমিরাতের গোলরক্ষকে বোকা বানান বাঁ-পায়ের এই জাদুকর। এরপর ৬০ মিনিটে জোয়াকিম কোরেইরা গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

এর মধ্যে গোল করার মতো আরব আমিরাত তিনটি ভালো সুযোগ পায়। প্রথমার্ধে জোরের ওপর দেওয়া একটি শট ক্রস বারে লেগে ফিরে আসে। ফিরতি বল ফিরিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ। ম্যাচের ৮১ পরিষ্কার গোলের সুযোগ হারায় স্বাগতিকরা। ওয়ান অন ওয়ানে মার্টিনেজ শট ফেরালে ফিরতি শট আর্জেন্টিনার ডিফেন্ডারের পায়ে লেগে ফিরে যায়।

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?