শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুবলার চরে শেষ হলো রাস উৎসব

news-image

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : বঙ্গোপসাগরে পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরের দুদিনের রাস উৎসব। আজ মঙ্গলবার ভোরে সূর্য ওঠার আগেই বঙ্গোপসাগরের নোনা জলে পাপ মোচনের আশায় স্নান করেন অসংখ্য তীর্থযাত্রী।

এর আগে গত রোববার ও সোমবার দুবলার আলোরকোলের অস্থায়ী মন্দিরে অনুষ্ঠিত হয় রাস পূজার নানা আনুষ্ঠানিকতা। গত রোববার শুরু হওয়া এই রাস উৎসব আজ সকালে স্নানের মধ্য দিয়ে শেষ হয়। স্নান শেষে তীর্থযাত্রীরা যে যার মতো করে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন।

সুন্দরবনের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বলেন, ‘কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শেষ হয়েছে এবারের রাস উৎসব। প্রায় ১০ হাজার ধর্মাবলম্বীরা এই উৎসবে যোগ দিয়েছেন। আমরা চেষ্টা করেছি সকলের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করার।’

সনাতন ধর্ম মতে, রাস হল জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। রাস যাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি বাৎসরিক উৎসব। কার্তিক মাসের পূর্ণিমাই রাসপূর্ণিমা। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব।

 

এ জাতীয় আরও খবর