শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্মাণকালে হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেবে না কাতার

news-image

ক্রীড়া ডেস্ক : ফুটবল বিশ্বকাপের বাকি আর মাত্র ১৬ দিন। এবার বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ বসতে চলেছে কাতারে। কতারে বিশ্বকাপের অবকাঠামো নির্মাণকালে আহত অভিবাসী কর্মীদের জন্য ক্ষতিপূরণ নিয়ে সোচ্চার বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো। এ প্রেক্ষিতে ফিফা একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছে। তবে কাতার এই বিষয়ে কোনো সাহায্য করবে না বলে জানিয়েছে।

কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সামিক আল মারি বলেছেন, ‘কর্মীদের বকেয়া বেতন নিয়েই এখন তারা বেশি চিন্তিত। এছাড়াও বর্ণবৈষম্য তাদের চিন্তার আরেকটি অন্যতম বিষয়। এই মুহূর্তে কর্মীদের ক্ষতিপূরণ নিয়ে ভাবছেন না আল মারি।’

আহত কিংবা নিহত কর্মীদের জন্য কাতারের একটি নিজস্ব ফান্ড রয়েছে। ফিফা আহত কর্মীদের জন্য যে ফান্ডের কথা বলে তা শুধুই প্রচারণার জন্যই বলেছে বলে মনে করেন কাতারের শ্রম মন্ত্রী। তিনি বলেন, ‘ফিফা যে ফান্ডের কথা বলছে তা কাতারের বর্তমান ফান্ডেরই অনুকরণে। এটা ফিফার প্রচারণার পন্থা ছাড়া আর কিছুই না। শ্রমিকদের কল্যাণে আমাদের দরজা সবসময়ই খোলা। আমরা আগেও এমন অনেক সমস্যার সমাধান করেছি। ’

চলতি বছরের শুরুতেই কাতারে ‘নিপীড়িত’ কর্মীদের জন্য ৪৪০ মিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল গঠনের জন্য ফিফার প্রতি দাবি জানিয়েছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ঠিকভাবে শ্রমিকদের মজুরি না দেওয়া এবং কাজ করার সময় হতাহত শ্রমিকের সংখ্যা কম দেখিয়েছে বলে আরব রাষ্ট্রটিকে অভিযোগের মুখোমুখিও করা হয়। অবশ্য আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে প্রচারিত অভিবাসী শ্রমিকদের হতাহতের সংখ্যার বিষয়টি অস্বীকার করে আসছে কাতার।

কাতারের সঙ্গে ফান্ড গঠনের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছিলেন ফিফার এক মুখপাত্র। এরপর এই প্রথম কাতারের পক্ষ থেকে কোনও বক্তব্য দেয়া হলও। আল মারি সোজা ভাষায় জানিয়ে দিয়েছে ফিফার ফান্ড গঠনের প্রস্তাবে তারা একমত নন।

তিনি বলেন, ‘প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক। বিশ্বকাপ শ্রমিকদের নিয়ে আলাদা ফান্ড গঠনের কোনও যৌক্তিকতা নেই। আহত ব্যক্তিরা কোথায়? তাদের নাম কি কেউ বলতে পারবেন? আপনি তাদের কিভাবে খুঁজে বের করবেন? যদি এখনো এমন কোনো কর্মী থাকেন যারা বেতন পাননি, কিংবা আহত হয়েছেন টাকা পাননি তারা আমাদের কাছে আসলে আমরা অবশ্যই তাদের সাহায্য করবো।’

বিভিন্ন আন্তর্জাতিক ব্যবসায়ী সংগঠনের নেতারাও আল মারির সঙ্গে একমত পোষণ করে জানিয়েছেন নতুন ফান্ড গঠন করলে বিষয়টি আরও জটিল হবে। ২০১৮ সালেই কাতার একটি কর্মী কল্যাণ ফান্ড গঠন করেছে। যেখান থেকে শুধু এই বছরেই ৩২০ মিলিয়ন ডলার কর্মীদের কল্যাণে দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টার উড়িয়ে কনের বাড়িতে বর

‘রোহিঙ্গা গণহত্যা মামলা প‌রিচালনার তহ‌বি‌ল অপর্যাপ্ত’

জিম্বাবুয়েকে হারিয়ে যা বললেন শান্ত

তীব্র তাপপ্রবাহে ঝুঁকিতে বোরো উৎপাদন, চিটা হওয়ার শঙ্কা

দীর্ঘদিন কৃষকের ঘরেই সংরক্ষণ করা যাবে পেঁয়াজ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে

মার্চে ৮০ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ, কিন্তু কেন

প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু

গাজা পুনর্নির্মাণে লাগবে ৪০ বিলিয়ন ডলার, সময় ৮০ বছর

মুক্ত গণমাধ্যম সূচকে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতের নিচে বাংলাদেশ

তানজিদের অভিষেক ফিফটিতে বাংলাদেশের বড় জয়

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ