শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের টিভিতে সিরিয়াল দেখাতে চায় রাশিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের টেলিভিশনে রুশ সিরিয়াল দেখাতে প্রস্তাব দিয়েছে রাশিয়া। আজ বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রাণালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে এক বৈঠকে ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কির এ প্রস্তাব দেন।

এ তথ্য জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘রাশিয়ার রাষ্ট্রদূত এসেছিলেন, কয়েকটি বিষয় নিয়ে আলোচনার জন্য। প্রথমত খবর আদান-প্রদানের জন্য ২০১৭ সালে বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস) ও রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের মধ্যে একটি সমঝোতা সই হয়েছিল। সেই সমঝোতাকে একটি চুক্তিতে রূপ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। এরপর সংবাদমাধ্যম স্পুটনিক নিউজের সঙ্গেও বাসসের সংবাদ আদান-প্রদানের প্রস্তাব দেন তিনি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আরেকটি বিষয় তিনি আলোচনা করেছেন, আমাদের দেশে অনেক দেশের সিরিয়াল চলে। বিভিন্ন টেলিভিশনে তা দেখানো হয়। এখন রাশিয়ার সিরিয়াল দেখানো যায় কিনা এটাও বলেছেন তিনি। কারণ এখন ইলেকট্রনিক মিডিয়ার যুগ, আকাশ সংস্কৃতির যুগ। আমি বলেছি, আপনারা সেটা প্রাইভেট টেলিভিশনগুলোর কাছে প্রস্তাব রাখতে পারেন। কারণ প্রাইভেট টেলিভিশনগুলো তো নিজেরাই সিদ্ধান্ত নেয়। প্রস্তাব রাখলে তারা যদি আগ্রহী হয় সেক্ষেত্রে তা হতে পারে। তবে আমরা একটির বেশি বিদেশি সিরিয়াল কাউকে দেখাতে দেই না। একইসময়ে শুধু একটিই দেখাতে পারবে।’

তিনি বলেন, ‘বৈঠকে সাংস্কৃতিক আদান-প্রদান নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে আগে রাশিয়া থেকে বহু সাংস্কৃতিক দল আসত। আগের তুলনায় এখন কম আসে। এটা নিয়েও কথা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর