শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

তিনি তো পোশাক পরেন না! ‘খলনায়ক’ রিমেক হলে কিছুতেই রণবীর নন

news-image

অনলাইন ডেস্ক : নগ্ন ফটোশুট-কাণ্ডে রণবীর সিং-এর নাম থিতিয়ে এসেছিল। ফের আগুন উসকে দিলেন সঞ্জয় দত্ত। সাফ বললেন, ‘খলনায়ক’ (১৯৯৩) রিমেক হলে আর যাকেই নায়ক নির্বাচন করুন, রণবীর সিংকে করবেন না। কিন্তু কেন? সেখানেই মজার ছলে কিঞ্চিৎ উষ্মা প্রকাশ করে ফেললেন বর্ষীয়ান অভিনেতা।

কমেডি কোর্টরুম শো ‘কেস তো বনতা হ্যায়’-তে সঞ্জয়কে অভিনেতা বরুণ শর্মা প্রশ্ন করেন, ‘খলনায়ক’ আবার তৈরি হলে তার চরিত্রে কোন নায়ককে তিনি বাছবেন? বিকল্প হিসাবে রণবীর সিং, রণবীর কাপুর ও ভিকি কৌশলের কথা বলেন বরুণ। উত্তরে সঞ্জয় বলেন, ‘রণবীর সিং একেবারেই নন। আমি শুনেছি, ইদানীং তিনি জামাকাপড় পরা ছেড়ে দিয়েছেন।’ বোঝাই যাচ্ছে, সঞ্জয়ের ইঙ্গিত রণবীরের নগ্ন ফটোশুটের দিকেই ছিল।

মাস চারেক আগে রণবীরের নিরাবরণ ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তুমুল আলোড়ন হয়। ‘শালীনতার সীমা লঙ্ঘনে’র প্রশ্ন তুলে মুম্বfইয়ের শহরতলির এক স্বেচ্ছাসেবী সংস্থা তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করে। নারীদের অনুভূতি এবং মূল্যবোধে আঘাত করার জন্য তার বিরুদ্ধে থানায় জমা পড়ে একাধিক অভিযোগ। আবার বিদ্যা বালান, রাখি সাওয়ান্ত, উরফি জাভেদের মতো বহু তারকা রণবীরের পক্ষেই কথা বলেন। পুলিশেও হাজিরা দিতে গিয়েছিলেন অভিনেতা সম্প্রতি। তার বয়ান রেকর্ড করা হয়। যদিও ‘কলঙ্ক’ রটে গিয়েছে ততদিনে। রণবীর সিং বলতেই মানুষের মনে জেগে উঠছে ফটোশুট প্রসঙ্গ। তারই প্রমাণ দিলেন সঞ্জয়ও।

কিছুদিন আগেই রণবীর জানান, তার ধারণা ছিল না যে এই ফটোশুট তার জীবনে এত সমস্যা তৈরি করবে। আরো জানান, ছবিগুলো তিনি আপলোড করেননি। তা হলে ছবিগুলো সোশাল মিডিয়ায় ছড়াল কিভাবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

অন্যদিকে ‘খলনায়ক’ রিমেকও হচ্ছে না। নেহাতই কথার কথা হিসেবে প্রশ্ন তোলেন বরুণ। এই মুহূর্তে সঞ্জয়ের হাতে রয়েছে নতুন কাজ। ধ্রুব সরজার পরবর্তী কন্নড় ছবি ‘কেডি-দ্য ডেভিল’ ছবিতে অভিনয় করবেন সঞ্জয়। রণবীর কাপুর এবং বাণী কাপুর অভিনীত ‘শমশেরা’ ছবিতে শেষ দেখা গিয়েছিল তাকে। তার আগে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’-তে সাফল্যের স্বাদ পান বর্ষীয়ান তারকা। সূত্র : হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)