রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাধবপুরে বিদ্যুতের মিটারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংষর্ঘ আহত ২০

news-image

মাধবপুরে বিদ্যুতের মিটারকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। রোববার সকালে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত ১৩ জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হল আহাদ মিয়া (২৫) আলামিন (২৫) ইউসুফ (২২) আবেদ (৪৫) রমজান (২০) স্বপ্না (৩০) সুলেমা (৪০) আফিয়া (৩৫) হেলেনা (৩০) রহিমা (২৩) মুল্লুক চান (৪৫) হামিদা (৩৫) আয়েশা (৫৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আবেদ আলী ও মতুর্জ আলীর মধ্যে দীর্ঘ দিন ধরে বিদ্যুতের একটি মিটার নিয়ে বিরোধ চলছিল। রোববার সকালে আবেদ আলী ও মতুর্জ আলীর লোকজনের মধ্যে বিদ্যুতের মিটার থেকে বিদ্যুত নেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সুত্রপাত হয়। সকাল ৭ টা থেকে শুরু হয়ে কয়েকদফায় সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ ২০ জন আহত হন। খবর পেয়ে মাধবপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।