সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের প্রতিশ্রুতিতে শিক্ষিকাকে ‘ধর্ষণ’, শিক্ষক গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : ১২ বছর ধরে চলছিল প্রেম। সে সম্পর্কের জেরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হয়েছে শারীরিক সম্পর্কও। তবে প্রেমিকা বিয়ে করতে বলায় তাতে আপত্তি জানান প্রেমিক। এরপর পেশায় শিক্ষিকা ওই নারী ধর্ষণের অভিযোগে মামলা করলে গ্রেপ্তার হন পেশায় শিক্ষক ওই আসামি। পরে তাকে রিমান্ডের নির্দেশ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার বনগাঁ মহকুমা আদালত।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, গ্রেপ্তার শিক্ষকের নাম অর্পণ তরফদার। তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন। বনগাঁর পেট্রাপোল থানার হরিদাসপুর এলাকার বাসিন্দা অর্পণ।

অর্পণের সঙ্গে ১২ বছর আগে একই এলাকার এক শিক্ষিকার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা একসঙ্গে পড়ালেখা করতেন। প্রাতিষ্ঠানিক পড়ালেখা শেষ হওয়ার পর চাকরির জন্যও একসঙ্গে পড়ালেখা করতেন তারা। সেই সময় থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এলাকাবাসীও তাদের প্রেমিক-প্রেমিকা হিসেবে জানতেন।

পরবর্তী সময়ে দুজনেই আলাদা আলাদা বিদ্যালয়ে চাকরি পান। অভিযোগকারী শিক্ষিকা অন্য জেলায় চাকরি করতে যান। সে কারণে তাদের মধ্যে দেখা-সাক্ষাৎ কমে যায়। এ সুযোগে অভিযুক্ত শিক্ষক তার প্রেমিকাকে এড়িয়ে চলতেন বলে অভিযোগ করা হয়েছে।

কয়েক দিন আগে ওই শিক্ষিকা তার প্রেমিক অর্পণকে বিয়ের কথা বলেন। তবে বিয়ে করতে অস্বীকার করেন অর্পণ। এরপরই বনগাঁ থানায় তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী শিক্ষিকা।

ওই মামলায় গতকাল বুধবার দিবাগত রাতে অর্পণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাকে রিমান্ড আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত তার রিমান্ডের আদেশ দেন। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অর্পণ।

 

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?