সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ঋষভের পিছু নেবেন উর্বশী? ভক্তদের অনুরোধ ‘ওকে খেলতে দিন’

news-image

অনলাইন ডেস্ক : আহা, কী অপরূপ দিন! ক্রিকেটতারকা ঋষভ পান্ত পার্থ থেকে ব্রিসবেনে পৌঁছতেই মন্তব্য করলেন উর্বশী রাউতেলা। কাকতালীয় নয়! এমন সুযোগ কি ছাড়া যায়? নেটিজেনরা ফের দুইয়ে দুইয়ে চার করে বললেন, ওই যে উর্বশী আবার জেগেছেন। আবার কি পিছু নেবেন ঋষভের?

সাদা-কালো চেক কাটা জামা, পায়ে হাইহিল। আবার ছবি দিলেন উর্বশী। তবে ছবি নয়, ক্যাপশনেই থাকে আসল চমক। যেখানে লুকিয়ে ধাঁধা। এবারের ক্যাপশন ছিল, ‘হোয়াট আ পার্থ-ফেক্ট ডে’ অর্থাৎ, দিনের মাধুর্য লুকিয়ে আছে অস্ট্রেলিয়ার পার্থ-এই। এই পোস্টের নিচেও মন্তব্যের বন্যা। একজন লিখলেন, ‘ঋষভ পার্থ থেকে ব্রিসবেনে এলেন। আপনারও পরবর্তী ঠিকানা তবে ব্রিসবেন?’

কেউ কেউ সামনের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ নিয়ে চিন্তিত। লিখলেন, ‘দিদি, ঋষভের সঙ্গে দেখা করে নিয়ে আপনি চলে যান, ওকে মনঃসংযোগ করতে দিন বিশ্বকাপে।’ সে নিয়ে আবার হাসাহাসি, কটাক্ষের শিকার উর্বশী।

প্রায় মাস ঘুরতে চলল অস্ট্রেলিয়া গিয়ে বসে আছেন অভিনেত্রী। এত জায়গা থাকতে নায়িকার হঠাৎ অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে মুখরোচক আলোচনা শুরু হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়াতেই রয়েছে। যার মধ্যে রয়েছেন উর্বশীর ‘ক্রাশ’ ঋষভ পান্তও। নিশ্চয়ই সে কারণেই অভিনেত্রীর মন চেয়েছে অস্ট্রেলিয়া যেতে- এ বুঝতে আর কী লাগে!

তার পর একে একে সিঁদুর-মঙ্গলসূত্র পরে বধূবেশে ছবি পোস্ট শুরু করেন উর্বশী।

রটেছিল, ঋষভের পিছু ধাওয়া করেই অস্ট্রেলিয়া ছুটে গেছেন উর্বশী। দিন দুয়েক আগেই তাকে প্রাইভেট জেট থেকে নামতে দেখা গেছে। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘মন যা চাইছে, তা-ই করলাম। হৃদয় আমায় অস্ট্রেলিয়া টেনে নিয়ে যাচ্ছে।’

২২ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের সঙ্গে প্রথম খেলা পাকিস্তানের। তত দিনই কি সে দেশে পড়ে থাকবেন উর্বশী? জানা যায়নি। অনুরাগীদের আশা, তিনি নিজে মুখেই জানাবেন। হাজার হোক, মনের কথা চেপে রাখতে পারেন না নায়িকা। এবার সত্যিই তিনি ব্রিসবেন যান কি-না, দেখতে চান অনুরাগীরা। সূত্র : পিঙ্কভিলা

 

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?