রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

news-image

রংপুর ব্যুরো : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। পানির প্রবাহ ঠিক রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে।

তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে নদীর তীরবর্তী রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার চরাঞ্চলের মানুষের মাঝে। এরই মধ্যে তিস্তার চরাঞ্চলের কয়েক হাজার হেক্টর জমির আমন ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।

গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকার বাসিন্দা রমিজ উদ্দিন, মেহেরুল ইসলাম, মোখলেছ মিয়া, রতন মিয়া বলেন,‘তিস্তা নদীতে যেভাবে পানি বাড়ছে তাতে নতুন করে বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে আমাদের আমন ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে চরাঞ্চলের অনেক এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়বে।’

এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলার বলেন, গতকাল দুপুর থেকেই তিস্তা নদীর পানি বাড়ছে। পানি প্রবাহ ঠিক রাখতে ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। ভারতে প্রচুর বৃষ্টিপাতের কারণে মূলত তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে।

 

এ জাতীয় আরও খবর