শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘হত্যার হুমকি’ পাচ্ছে মাসা আমিনির পরিবার

news-image

অনলাইন ডেস্ক : তিন সপ্তাহ আগে পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির (২২) মৃত্যুর ঘটনায় উত্তাল ইরান। এর মধ্যেই মাসার চাচাতো ভাই এরফান মোর্তেজাই জানালেন, তাদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। একইসঙ্গে বিক্ষোভে না জড়াতে সতর্ক করা হয়েছে। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবিসি জানিয়েছে, ইরান সরকারের প্রতিবেদনে বলা হয়েছে, মাসার মৃত্যু অসুস্থতার কারণে হয়েছে। কিন্তু তা মানতে নারাজ তরুণীর পরিবার।

তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে এরফান মোর্তেজাই বলেন, ‘আমাদের পরিবারকে চাপের মধ্যে রেখেছে ইসলামিক প্রজাতন্ত্রের কর্মকর্তারা। এ কারণে আমরা দেশের বাইরের মানবাধিকার সংস্থা বা চ্যানেলের সঙ্গে কথা বলছি না।’

তিনি বলেন, ‘আমাদের ভুলে যাওয়া উচিত নয় ইরানের জনগণ বহু বছর ধরে শাসনের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদ করছে। কিন্তু এবার জনগণ বিপ্লবী হয়ে উঠেছে। নারী, শ্রমিক, শিক্ষক, ক্রীড়াবিদ, শিল্পী, রাস্তায় নেমে তাদের ভিন্নমতের কণ্ঠস্বরকে মাসার পরিবারের সঙ্গে মিলিয়ে নিয়েছে। আমার মতে, এ বিক্ষোভগুলো অব্যাহত থাকবে। এর সঙ্গে সমাপ্তি ঘটবে ইসলামিক প্রজাতন্ত্রের।’

হিজাবনীতি ভাঙার অভিযোগে মাসাকে গ্রেপ্তার করেছিল ইরানের পুলিশ। গত ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে মাসার মৃত্যু হয়। তার পরিবারের দাবি, মাসাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলাও করেছে তারা। কিন্তু পুলিশের দাবি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে মাসার। এরপর ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বর্তমানে দেশটিতে ছড়িয়ে পড়া বিক্ষোভ ঠেকাতে দমন-পীড়ন চালাচ্ছে ইরানের নিরাপত্তা বাহিনী। বিক্ষোভ চলাকালে নিরাপত্তাকর্মীরা ১৫৪ জনকে হত্যা করেছেন বলে জানিয়েছে নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস। এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন শত শত নারী-পুরুষ।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)