রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ যেকোনো জায়গায় যেকোনো সময় অভিযান চালাতে পারে: হারুন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘কোনো জায়গায় অসামাজিক কার্যকলাপ বা অবৈধভাবে মদ বিক্রি করা হলে পুলিশ যেকোনো সময় অভিযান চালাতে পারে।’

আজ রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন হারুন অর রশীদ।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরার কিং ফিশার রেস্টুরেন্টের লেকভিউ বারে পুলিশের অভিযান চালানো ঠিক হয়নি বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ বিষয়ে এক সাংবাদিক হারুন অর রশীদের দৃষ্টি আকর্ষণ করেন। এ প্রসঙ্গে ডিএমপির ডিবি প্রধান বলেন, ‘পুলিশ মাদকদ্রব্য উদ্ধার করতে পারে কি না, মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে পারে কি না, তা আপনারা (সাংবাদিক) ভালো জানেন। আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৩ ধারায় স্পষ্ট বলা আছে, কারা তল্লাশি করবেন বা করবেন না।’

তিনি বলেন, ‘পুলিশ প্রয়োজনে যেকোনো সময় যেকোনো জায়গায় অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালাতে পারে। অবৈধভাবে মদ বিক্রি করা হলে পুলিশ অভিযান বা তল্লাশি চালাতে পারে। আমরা সব সময় এটা করে আসছি। আমরা বড় বড় চালান ধরছি। অবৈধ বারে আমরা অভিযান পরিচালনা করছি।’

এর আগে, গত বৃহস্পতিবার রাতে উত্তরার-১৩ নম্বর সেক্টরের গরীবে নেওয়াজ রোডে অবস্থিত একটি ভবনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই ভবনেই ‘কিংফিশার রেস্টুরেন্ট’ নাম দিয়ে বার চালাতেন মুক্তার। সেখান থেকে প্রায় ৫০০ বোতল মদ ও ৬ হাজার ক্যান বিয়ার জব্দ করে ডিবি। এসময় বার ম্যানেজারসহ ৩৫ জনকে গ্রেপ্তার করে তারা।

 

এ জাতীয় আরও খবর