শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মন্ত্রীর গাড়িচালকের এত ক্ষমতা!

news-image

নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাটে সমাজকল্যাণমন্ত্রীর গাড়িচালকের সঙ্গে তর্ক করায় এক কৃষককে তিন ঘণ্টা থানায় নিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত ৯টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ফুল কমল রায় (৩৫) নামের ওই কৃষককে কালীগঞ্জ থানায় আটকে রাখা হয়।

ভুক্তভোগী কৃষকের বাড়ি কালীগঞ্জের দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতায়। পাশের কাশিরাম গ্রামে বাড়ি সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের। তিনি লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য। তার গাড়িচালকের নাম আতিয়ার রহমান (৩৭)।

বিষয়টি উল্লেখ করে স্থানীয় কাকিনা উত্তর বাংলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এস তাবাসসুম রায়হান মুসতাযীর তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি অভিযোগ করেন, গাড়িচালক আতিয়ার প্রতিদিনের মত শুক্রবার প্রাতভ্রমণে বের হন। শ্রীখাতা মৌজায় প্রধান সড়কে পৌঁছে দেখেন কয়েকজন কৃষক রাস্তার পাশের জমির ঘাস কাটছেন। এ সময় আতিয়ার তাদের ঘাস কাটতে নিষেধ করলে ফুল কমল প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হন আতিয়ার।

তাবাসসুম রায়হান আরও উল্লেখ করেন, ঘটনার পর রাত ৯টার দিকে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামানের নির্দেশে বাড়ি থেকে ফুল কমলকে ধরে নিয়ে যায় স্থানীয় চৌকিদার। এরপর তাকে ভয়ভীতি দেখিয়ে আতিয়ারের কাছে মাফ চাইতে বলেন এসআই নুরুজ্জামান। পরে রাত ১১টা ৪৫ মিনিটের দিকে কমলকে ছেড়ে দেওয়া হয়।

ফুল কমল বলেন, ‘থানায় আটক থাকার সময় আমাকে এসআই নুরুজ্জামান হুমকি দেন, কানে থাপ্পড় দেন। বলেন, থানা থেকে গিয়ে মন্ত্রীর গাড়িচালকের সঙ্গে দেখা করে হাত-পা ধরে ক্ষমা চাইতে। নইলে জেলে পচে মরবো।’

তিনি আরও বলেন, ‘শনিবার সারাদিন আমাকে ও পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি, কখন যে কী হয়।’

অপরদিকে রাস্তাসংলগ্ন ওই জমি নিজের বলে জানিয়েছেন তাবাসসুম রায়হান। তিনি বলেন, ‘এলাকার গরিব লোক সেখান থেকে গরুর জন্য ঘাস কেটে নিয়ে যায়। এতে আমার সমস্যা নেই। মন্ত্রীর গাড়িচালককে ওই দায়িত্ব কে দিয়েছিলেন? একজন গরীব মানুষকে থানায় এভাবে আটকে রেখে নির্যাতন কতটা যৌক্তিক ও বিধি সম্মত।’

তবে কৃষক ফুল কমলকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এসআই মো. নুরুজ্জামান।

তিনি বলেন, ‘মন্ত্রীর গাড়িচালক আতিয়ার রহমানের মৌখিক অভিযোগে কমলকে স্থানীয় চৌকিদারের মাধ্যমে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে থানায় ডেকে আনা হয়। রাত পৌনে ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে গাড়িচালক আতিয়ার রহমান বলেন, ‘রাস্তার ধারের ঘাস কাটতে দেখে আমি তাদের মানা করি, ওরা শোনেনি। থানায় ফোন করেছি বিষয়টি দেখার জন্য। এরপর কী হয়েছে তা আমার জানা নেই।’

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল বলেন, ‘সে তো মাদক ব্যবসায়ী, বিভিন্ন জায়গায় মাদক সরবরাহের খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে কোনো ধরনের হুমকি বা নির্যাতন করা হয়নি।’

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)