শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ফিরল চ্যাম্পিয়ন নারী দল

news-image

স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ দল দেশে ফিরেছে। আজ মঙ্গেলবার সকাল ৯টার দিকে ট্রফি হাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান নিগার সুলতানারা।

বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে উঠেই মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। যেখানে শিরোপা নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ৭ রানে হারায় টাইগ্রেসরা।

দেশে ফিরে বিশ্রামের খুব বেশি সুযোগ নেই জ্যোতি-রোমানাদের। ঘরের মাঠে শুরু হচ্ছে নারী এশিয়া কাপের অষ্টম আসর। আগামী ১ অক্টোবর থেকে এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশনে নামবে বাংলাদেশ।

এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ সবশেষ ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসরের ফাইনালে ভারতকে হারিয়ে তারা শিরোপা জিতেছিল। আগামী শনিবার সিলেটে শুরু হবে মেয়েদের এশিয়া কাপের অষ্টম আসর। উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

রাউন্ড রবিন পদ্ধতিতে ৭ দলের টুর্নামেন্টে প্রথম পর্বে প্রত্যেকে একে অপরের বিপক্ষে খেলবে একবার করে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল উঠবে সেমি-ফাইনালে। ফাইনাল হবে ১৫ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

 

এ জাতীয় আরও খবর