শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনে কারচুপি হয় না, ইতিহাসের বড় কৌতুক: রব

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘আওয়ামী লীগ কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসেনি এবং ক্ষমতায় থাকলে নির্বাচন নিরপেক্ষ হয়- সরকারের এসব সত্য বিবর্জিত বক্তব্য ইতিহাসের বড় কৌতুক হিসেবে জনগণ প্রত্যাখ্যান করেছে।’

আজ সোমবার খাগড়াছড়ি জেলার জেএসডি প্রতিনিধি সভায় ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে এসব কথা বলেন আ স ম আবদুর রব। তিনি বলেন, ‘গত এক দশকে জাতীয় সংসদসহ স্থানীয় সরকার নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই সত্যকে অস্বীকার করে জনগণের আত্মসম্মানকে আহত করেছে সরকার। ক্ষমতার দম্ভে সত্য অস্বীকার করায় ইতিহাসের কাছে করুণাযোগ্য হয়ে থাকবে আওয়ামী লীগ।’

তিনি আরও বলেন, ‘সত্যের এ রূপ অপলাপে রাষ্ট্র ও সমাজ ভাগাড়ে পরিণত হবে। সরকার যদি সত্য এবং মিথ্যার নির্ধারক হতে চায় তাহলে ভবিষ্যতে যে কেউ বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করে তার মর্যাদা ক্ষুন্ন করতে পারে। তাতে বাঙালির জাতি রাষ্ট্র গঠনই প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থাকে। বর্তমান ও ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে সরকারকে মিথ্যা বানোয়াট ও অসত্য বলা থেকে বিরত থাকতে হবে।’

স্বনির্ভর বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি কার্বারি সমিতির উপদেষ্টা সাবেক সভাপতি জেএসডির কেন্দ্রীয় কমিটির সদস্য যতীন বিকাশ চাকমা।

কার্বারি সমিতির সভাপতি রনিক ত্রিপুরার পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন- জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছারওয়ার আলম আরজু, সমাজতান্ত্রিক শ্রমিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, জেএসডির চট্টগ্রাম উত্তর জেলা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি তৌফিক উজ জামান পিরাচা, সমাজতান্ত্রিক শ্রমিক জোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক গাজী, কার্বারি সমিতির সাধারণ সম্পাদক হেমা রঞ্জন চাকমা, রতন বিকাশ চাকমা, যতিন বন্ধু ত্রিপুরা, মংশি প্রু মার্মা, সুগত চাকমা, অংশাপ্রু মার্মা ও রোনালী রোয়াজা।

 

এ জাতীয় আরও খবর