শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অপারেশনে রোগীর মৃত্যু, ক্লিনিক ছেড়ে পালালেন চিকিৎসক-নার্স

news-image

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নাকের পলিপাস অপারেশন করতে গিয়ে রুহুল আমিন (৩০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে ভাঙ্গার দেশ ক্লিনিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার পর হাসপাতাল বন্ধ করে পালিয়েছেন চিকিৎসক, নার্সসহ সব কর্মকর্তা-কর্মচারীরা।

রুহুল আমিন উপজেলার ত্রিপাগদী এলাকার আব্দুর রব মাতুব্বরের ছেলে।

জানা গেছে, মো. মারুফ শাহরিয়ার নামে এক চিকিৎসক দেশ ক্লিনিকে প্রতি শুক্রবারে অপারেশন করেন। গতকাল রুহুল আমিনকে নাকের অপারেশন করাতে স্বজনরা ওই ক্লিনিকে নিয়ে যান। অপারেশনের পরপরই রুহুল আমিন মারা যান বলে জানান তার স্বজনরা।

ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহসিন উদ্দিন ফকির বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে রোগীর স্বজনদের পক্ষ থেকে কেউ আমাকে মৌখিক কিংবা লিখিত কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে ফরিদপুরের সিভিল সার্জনের সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, ‘নাকের পলিপাস অপারেশন করতে গিয়ে রুহুল আমিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর থেকে ক্লিনিকটি বন্ধ করে সবাই পালিয়ে যান। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর