সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে রোহিঙ্গাদের জন্য বরাদ্দের ২ ট্রাক চাল জব্দ

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত চাল পাচারের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় দুই ট্রাক চাল জব্দ করা হয়। গতকাল সোমবার রাতে সুবর্ণচরের মঞ্জু চেয়ারম্যান বাজার ও তোতার বাজার এলাকা থেকে এ চাল জব্দ ও তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন- সুবর্ণচরের উত্তর চরজুবলি গ্রামের মনির হোসেন (৩৮), দুটি ট্রাকের চালক একই উপজেলার চর আমান উল্যাহর শাহাদাত হোসেন শামীম (২৬) ও চরমজিদ গ্রামের ওসামন গনি (২৫)।

আজ মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গতকাল বিকেলে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে রিলিফের চাল ট্রলারে করে হাতিয়ায় নিয়ে আসা হয়। পরে সেই চাল ভূমিহীন বাজারে এনে বস্তা পরিবর্তন করে রাতে ট্রাকে করে পাচারের জন্য সুবর্ণচরের দিকে নিয়ে যাওয়া হয়। বিষয়টি গ্রাম পুলিশ নূর করিম জানতে পেরে মঞ্জু চেয়ারম্যান বাজারে অবস্থান নেন। রাত ১টার দিকে প্রথমে একটি ট্রাক ভূমিহীন বাজার থেকে আসতে দেখে নুর করিম ট্রাকটির গতিরোধ করার চেষ্টা করেন। কিন্তু ট্রাকটির চালক তাকে ধাক্কা দিয়ে দ্রুত বাজার পার হয়ে যায়। পরে নূর করিম চরজব্বার থানায় জানালে উপপরিদর্শক (এসআই) নূর নবী তোতার বাজার এলাকায় ওই ট্রাকসহ পরে আসা আরেকটি ট্রাক জব্দ করেন। এ ঘটনায় জড়িত ট্রাকচালকসহ তিনজনকে আটক করে পুলিশ।

সরকারি চাল জব্দের ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর