সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসির শততম ম্যাচ

news-image

১৭ আগস্ট, ২০০৫। আর্জেন্টিনার জার্সি গায়ে অভিষেক হলো ১৭ বছর বয়সী এক বিস্ময়বালকের। কিন্তু দুই মিনিটের মধ্যেই দিনটা হয়ে গেল দুঃস্বপ্নের—লাল কার্ড দেখে মাঠ থেকে বিদায়! ড্রেসিংরুমে ফিরে কান্নায় ভেঙে পড়ল ছেলেটি। যে দেশের হয়ে খেলার জন্য দীর্ঘদিনের ঠিকানাকে উপেক্ষা করেছে, তাদের হয়ে শুরুটা এমন হবে কেন? এরপর আরও কত সময় গেছে। লা প্লাটা নদীতে গড়িয়েছে অনেক জল। লিওনেল মেসি নিজেকে নিয়ে গেছেন উঁচু থেকে আরও উঁচুতে। বার্সেলোনায় অমরত্ব প্রাপ্তি প্রায় ঘটেই গেছে। কিন্তু আজ আর্জেন্টিনার জার্সি গায়ে ১০০তম ম্যাচ যখন খেলবেন, গোপনে কি একটু দীর্ঘশ্বাসও ঝরবে না? দেশের হয়ে যে আক্ষেপ আর হতাশাই শুধু সঙ্গী হয়েছে মেসির!

আজ জ্যামাইকার সঙ্গে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পা রাখতে পারে কোয়ার্টার ফাইনালে। আগের দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া জ্যামাইকার আজ দাঁড়াতে পারার কথা নয়। কিন্তু মেসি কি পারবেন উপলক্ষটা স্মরণীয় করে রাখতে? আর্জেন্টিনা অধিনায়কের আত্মবিশ্বাসের অভাব নেই, ‘এই মাইলফলকটা ছুঁতে পেরে আমি খুব খুশি। আশা করি, আমরা আরেকটি জয় উদ্যাপন করতে পারব, একটা কাপও হাতে নিতে পারব।’

একটা সময় ‘ক্লাবের হয়ে উজ্জ্বল, দেশের হয়ে বিবর্ণ’—তকমা জুটে গিয়েছিল। ধীরে ধীরে সেই তকমা ঝেড়ে ফেলেছেন। আজ যে উচ্চতায় পৌঁছাতে যাচ্ছেন, সেখানে মেসির আগে গিয়েছেন চারজন। হাভিয়ের জানেত্তি (১৪৫), রবার্তো আয়ালা (১১৫), হাভিয়ের মাচেরানো (১১৩) ও ডিয়েগো সিমিওনেরই (১০৬) শুধু আছে আর্জেন্টিনার হয়ে শততম ম্যাচ খেলার কীর্তি। সবচেয়ে বেশি গোলের গ্যাব্রিয়েল বাতিস্তুতার (৫৬টি) রেকর্ডও খুব দূরে নয়, বাতিগোলকে ছুঁতে আর দশটি গোল দরকার মেসির।

এখন পর্যন্ত টুর্নামেন্টে একটা গোল পেয়েছেন। কোপা জেতার জন্য মেসি কতটা মরিয়া সেটা বুঝে নিতে পারেন সতীর্থ মাচেরানোর কথা থেকে, ‘সে দারুণ ফর্মে আছে। এই টুর্নামেন্ট জেতা সহজ নয়, তবে ও এখানে ভালো করতে অধীর হয়ে আছে। এখানে রেফারিরা অতটা কড়া নন, চ্যালেঞ্জটাও তাই কঠিন। ইউরোপের চেয়ে এখানে ভালো করা কঠিন।’ এএফপি, গোলডটকম।

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?