শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে ধুয়ে দিলো পাকিস্তান

news-image

অনলাইন ডেস্ক : ভারতকে আজ রোববার একহাত নিয়েছে পাকিস্তান। জম্মু-কাশ্মিরের প্রখ্যাত ইসলামিক স্কলারদের নৃশংস গ্রেপ্তার ও আটকের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের শেহবাজ শরিফের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর জিও নিউজের।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত জম্মু-কাশ্মিরের যেসব ইসলামকি স্কলারকে নৃশংসভাবে গ্রেপ্তার ও অবৈধভাবে আটক করেছে যাদের মধ্যে মাওলানা আব্দুল রশিদ দাউদি, মাওলানা মুসতাক আহমেদ ভীরি এবং জামাত-ই-ইসলামের পাঁচজন সদস্য আছে তার নিন্দা জানায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের কয়েকদিন আগে এই শোচনীয় পদক্ষেপগুলো ভারতের ক্রমবর্ধমান অস্থিরতা, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সম্পূর্ণ অবজ্ঞার প্রকাশ।

এসব গ্রেপ্তারের সমালোচনা করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ভারতের এই পদক্ষেপ দেশটির দখলদার বাহিনীর হাতে নিরীহ কাশ্মিরিদের মানবাধিকারের ওপর নির্লজ্জ এবং অব্যাহত আক্রমণের একটি নতুন নিম্ন স্তর চিহ্নিত করেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ভারত শুধু এসব স্কলারদের অন্যায়ভাবে গ্রেপ্তার করেনি তাদের কাশ্মির থেকে হিন্দু অধ্যুষিত জম্মুর জেলে পাঠিয়ে দিয়েছে।

কাশ্মিরের এসব স্কলারদের শিগগির মুক্তি দিতে ভারতকে আহ্বান জানিয়েছে পাকিস্তান। সেইসঙ্গে কাশ্মির ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে বলেছে।

 

এ জাতীয় আরও খবর