শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়া প্রথমবারের মতো ইরানের ড্রোন ব্যবহার করেছে

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো ইরানের ড্রোন ব্যবহার করেছে।

মঙ্গলবার ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, খারকিভের কুপিয়ানস্কে তারা ইরানের তৈরি একটি শহিদ-১৩৬ ড্রোন ভূপাতিত করেছে। এরপরই যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হলো রাশিয়া যুদ্ধক্ষেত্রে ইরানের ড্রোন মোতায়েন করেছে।

এ ব্যাপারে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শহিদ-১৩৬ ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নির্দেশ করছে, রাশিয়া ইউক্রেনের অঞ্চলে অধিক দূরবর্তী স্থানে হামলা করার বদলে কৌশলগত হামলা চালানোর চেষ্টা করছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, নিজেদের অস্ত্র শক্তি হ্রাস প্রাওয়ায় রাশিয়া এখন ইরান ও উত্তর কোরিয়ার মতো অত্যাধিক নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশের কাছে ধর্না দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গত জুলাইয়ে দাবি করা হয় ইরানের কাছ থেকে কয়েকশ ড্রোন কিনছে রাশিয়া। যদিও ওই সময় রাশিয়া-ইরান দুই দেশ এ বিষয়ে মুখ খোলেনি বা অস্বীকার করেছে।

কিন্তু এখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইরানের ড্রোন ব্যবহারের আলামত পাওয়া গেছে। সূত্র: আল জাজিরা

এ জাতীয় আরও খবর