বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কেন দ্বিতীয় সংসার ভেঙেছে, জানালেন ন্যানসি

news-image

বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যানসি গত বছর পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন। চলতি বছরের জুনে তৃতীয় কন্যার মা হন এই গায়িকা। অপরদিকে তৃতীয় সংসার শুরু করায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয় তাকে। পাশাপাশি কেন বারবার সংসার ভাঙছে—এ প্রশ্নও ওঠে।

গতকাল শনিবার রাতে ফেসবুক লাইভে আসেন ন্যানসি। এ সময় আগের সংসার ভাঙার কারণসহ বর্তমান সংসারের নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। ন্যানসি বলেন, ‘অনেক দিন ধরে এসব প্রশ্ন শুনছি। কিন্তু আমার স্বামী (মহসিন মেহেদী) এসব পছন্দ করেন না। তিনি মনে করেন, ব্যক্তিগত ও শিল্পীজীবন দুটো আলাদা। কিন্তু কিছু মানুষের এত বেশি আগ্রহ যে কিছু প্রশ্নের উত্তর না দিলেই নয়।’

আগের সংসার ভাঙার কারণ জানিয়ে ন্যানসি বলেন, ‘আমার যিনি প্রাক্তন ছিলেন, তিনি আমার সন্তানের পিতা। তার প্রতি আমি যেমন শ্রদ্ধাশীল, তিনিও আমার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু জীবনে চলার পথে যখন মনে হয়েছে কোথাও আমাদের ঘাটতি রয়েছে, তখন আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।’

তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত আমরা বুঝে-শুনেই নিয়েছি। আমি বিয়ে করে সংসার করছি আর আমার প্রাক্তন একা জীবন যাপন করছেন—এমনটা অনেকে ভাবছেন। তাদের জানাচ্ছি, আমার প্রাক্তনও সংসার করছেন। যার সঙ্গে দীর্ঘ দিন প্রণয়ে ছিলেন, তাকে বিয়ে করেছেন।’

অপরদিকে বর্তমান সংসার নিয়ে ন্যানসি বলেন, ‘আমি মেহেদীকে ভালোবেসে বিয়ে করেছি। ভালোবাসা ও প্রণয়ের মধ্যে কিছুটা তফাত রয়েছে। প্রণয়ের চেয়ে ভালোবাসার গভীরতা অনেক বেশি। মেহেদীর প্রতি আমার অনেক আস্থা। এ কারণেই আমরা একে অপরকে বিয়ে করি। আল্লাহর অশেষ রহমতে আমাদের একটি কন্যা সন্তানও আছে।’

অনেকে মনে করে মেহেদীর চেয়ে বয়সে অনেক ছোট ন্যানসি। কিন্তু ফেসবুক লাইভে এই তথ্য উড়িয়ে দেন ন্যানসি। তিনি বলেন, ‘মেহেদীর চেয়ে আমি ৯ বছরের ছোট। আমার মনে হয়, এতটুকু ছোট-বড় হওয়াটা পারফেক্ট। এতে করে পথচলাটা মসৃণ হয়।’

এর আগে গত মার্চে ন্যানসি জানিয়েছিলেন, তৃতীয় সংসারে ভালো নেই তিনি। এ নিয়েও আলোচনা কম হয়নি। এ নিয়ে ন্যানসি বলেন, ‘বর্তমান সংসারে আমি ভালো আছি, সুখে আছি। কিন্তু সমস্যা হলো আমি অনেক বেশি আবেগপ্রবণ। যার কারণে মানুষের মন্তব্য পড়ে কষ্ট পাই।’

সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের কটাক্ষের শিকার হওয়া সম্পর্কে ন্যানসি বলেন, ‘আমার জীবনে যে মানুষগুলোর কোনো অবদান নেই, যারা আমাকে চেনেন না, কিন্তু ফেসবুকে হঠাৎ করে একটা মন্তব্য করে বসেন। এসবের প্রভাব আমার ব্যক্তিগত ও সংসার জীবনে পড়তো। আমার মনে হয় এই সংকট কিছুটা হলেও কাটিয়ে উঠতে পেরেছি।’

 

এ জাতীয় আরও খবর

৪৮ বছরে বিদেশ গেছেন এক কোটি ৬৩ লাখ ১২ হাজার ৩২৪ জন

উপজেলায় শান্তিপূর্ণ ভোটে উপস্থিতি সন্তোষজনক : কাদের

জামিন পেলেন জবি শিক্ষক দ্বীন ইসলাম

৫৮ বলে ১৬৭, বিনা উইকেটে জিতল হায়দরাবাদ

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

জুলাইয়ের প্রথম সপ্তাহে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে সংযত করতে পেরেছি; সংসদে প্রধানমন্ত্রী

পুলিশ হেফাজতে মৃত্যু : ওসি, ডাক্তার ও জেল সুপারের বিরুদ্ধে মামলা

দুই পোলিং এজেন্টসহ তিনজনকে কারাদন্ড

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে মুসলিম দেশগুলোর ঐক্য প্রয়োজন : প্রধানমন্ত্রী