শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মার ভাঙনে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট বন্ধ

news-image

রাজবাড়ী প্রতিনিধি : পদ্মা নদীতে পানি বৃদ্ধির সঙ্গে তীব্র স্রোতে শুরু হয়েছে ভাঙন। এ জন্য আজ মঙ্গলবার বিকেল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

আজ বিকেলে পদ্মার ভাঙনে ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনটি নদীতে চলে যাচ্ছিল। এ সময় দ্রুত বিআইডব্লিউটি কর্তৃপক্ষ পন্টুনটি সরে নেয়। পন্টুনের আশপাশের দোকান ও খাবার হোটেলগুলো ভেঙে দ্রুত সরিয়ে নেওয়া হয়। এরই মধ্যে কয়েকটি দোকান নদীতে বিলিন হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী লাল্টু মণ্ডল বলেন, ‘দোকানে বসে আছি এমন সময় দেখি লোকজন ছুটাছুটি করছে। দ্রুত এসে দেখতে পাই ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনের পাশ ভেঙে নদীতে পড়ছে।’

স্থানীয় বাসিন্দা নুরু কাজী বলেন, ‘নদী ভাঙনের কারণে আমি চার বার বাড়ি ভেঙে সরিয়েছি। ৫ নম্বর ফেরি ঘাটটি যেভাবে ভেঙে যাচ্ছে তাতে বাড়ি ঘর আবারও নদীতে চলে যাবে।’

গোয়ালন্দ উপজেলা পানি উন্নয়ন বোর্ডের গেজ পাঠক (পানি পরিমাপক) ছালমা খাতুন বলেন, গত ২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। যা বিপৎসীমার কাছাকাছি ৮ পয়েন্ট ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিআইডাব্লিউটিএ’র উপসহকারী পরিচালক মো. মকবুল হোসেন বলেন, ‘হঠাৎ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতের কারণে ৫ নম্বর ফেরিঘাটে ভাঙন দেখা দিয়েছে। মিড ওয়াটার ঘাটটি বন্ধ হয়ে গেছে। ঘাটটি আজ আর চালু করা সম্ভব না। সে কারণে ঘাটটি বন্ধ রেখেছি। বিষয়টি আমাদের প্রধানকে জানানো হয়েছে। জিও ব্যাগ ফেলে প্রাথমিকভাবে ঘাটের কাজ করা হবে। তবে তিনটি ঘাট চালু রয়েছে।’

 

এ জাতীয় আরও খবর