সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে গৃহবধূকে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

news-image

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় আলেয়া খাতুন নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় টুটুল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এই রায় দেন।

একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া একই মামলায় ভুক্তভোগীকে ধর্ষণচেষ্টায় ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং লাশ গুমের জন্য দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযুক্ত টুটুল সাঁথিয়া উপজেলার চরপাইকারহাটি গ্রামের আতাহার মল্লিকের ছেলে। আলেয়া খাতুন একই গ্রামের আরদোশ মল্লিকের স্ত্রী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১ নভেম্বর দুপুরে গৃহবধূ আলেয়া খাতুন লাকড়ি কুড়ানো ও জমি দেখতে যান পাশের কুমির বিল মাঠে। এ সময় টুটুল তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হন। পরে শাড়ি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে আলেয়াকে হত্যা করে ধান ক্ষেতে লুকিয়ে রাখেন তিনি।

ওই দিন রাত ৩টার দিকে ধান ক্ষেতের আরও দূরে লাশটি লুকিয়ে রাখেন টুটুল। এ ঘটনায় একই বছরের ৬ নভেম্বর সন্দেহজনকভাবে টুটুলকে পুলিশ আটক করে। পরে আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

টুটুলের দেওয়া তথ্যের ভিত্তিতে লুকিয়ে রাখা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২০১৭ সালের ৭ নভেম্বর আলেয়ার মেয়ে বাদী হয়ে সাঁথিয়া থানায় টুটুলের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা সাঁথিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ১৩ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি খন্দকার আব্দুর রকিব এবং আসামিপক্ষের আইনজীবী চোধুরী রাজিয়া সুলতানা টুলটুলি মামলা পরিচালনা করেন।

 

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?